রাজাপুরে মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলায় ঝালকাঠি একাদশকে ২৭ রানে হারিয়ে পিরোজপুর একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রাজাপুর রয়েলস ক্রিকেট একাডেমীর আয়োজনে মোট ১৬টি দল অংশগ্রহন করে।উপজেলার রাজাপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের খেলা মাঠে টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।
বিকাল সাড়ে ৪টায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি এএইচএম খায়রুল আলম সরফরাজ প্রধান অতিথি চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জিয়া হায়দার খান লিটন, উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অবরসপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাহজাহান মোল্লা, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক মো. ফখরুল ইসলাম খান, রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।