Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

পিংরী ব্যাডমিন্টন টুর্নামেন্টে রাজাপুর যুব ক্লাব ও পাঠাগার চ্যাম্পিয়ন

শুক্রবার, জানুয়ারী ০১, ২০২১

/ by DNN24LIVE


মহান বিজয় দিবস উপলক্ষে পিংরী ব্যাডমিন্টন টুর্নামেন্ট – ২০২০ রাজাপুর যুব ক্লাব ও পাঠাগার চ্যাম্পিয়ন হয়েছে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় উত্তর পিংরী যুব সংঘের আয়োজনে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।


এতে রাজাপুর যুব ক্লাব ও পাঠাগার ও রাজিব (রাজাপুর) খেলায় অংশগ্রহণ করে।

পিংরী ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য ও শুক্তাগড় মহিলা আওয়ামী লীগের সভাপতি বিউটি সিকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো: মাহমুদুল হাসান (মাহমুদ), শুক্তগড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: শাহজাহান খান।


মাস ব্যাপি এ টুর্নামেন্ট পরিচালনা করেন, হাওলাদার ট্রেডার্সের স্বত্তাধিকারী ও উপজেলা ছাত্রলীগ নেতা মো: নাঈম হাওলাদারসহ আরো অনেকে।

খেলায় রাজাপুর যুব ক্লাব ও পাঠাগার ৩-১ সেটে রাজাপুর (রাজিব) কে পরাজিত করে।

রাজাপুর যুব ক্লাব ও পাঠাগারের ম্যাচ ম্যানেজার তরিকুল ইসলাম রবিউল ও মিডিয়া ম্যানেজার নাঈম হাওলাদার এ তথ্য নিশ্চিত করেন।

পরে বিজয়ীদের মাঝে এলইডি টিভি প্রথম পুরুস্কার তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam