Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

পশ্চিম পাকিস্তানিদের শাসন শোষন নিযার্তের বিরুদ্ধে বঙ্গবন্ধু বাঙ্গালী জাতীকে ঐক্যবদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন: পনির

বুধবার, ডিসেম্বর ৩০, ২০২০

/ by DNN24LIVE


পশ্চিম পাকিস্তানিদের শাসন শোসন নিযার্তন নিপিরনের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালি জাতীকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। স্বাধীনতা একদিনে আসেনি ধাপে ধাপে আন্দোলন সংগ্রামের মাধ্যমে বঙ্গবন্ধুর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে, অসংখ্য শহীদের রক্তের মধ্য দিয়ে এই স্বাধীনতা আমরা পেয়েছি। মঙ্গলবার সন্ধ্যায় কাটপট্টি উদ্বোধন স্কুলের খেলার মাঠে 
স্বাধীনতা প্রজম্মলীগ এর সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংষ্কৃতিক অনুষ্ঠানে উদ্ভোধক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লা পনির এসব কথা বলেন। 


তিনি আরো বলেন, সর্বশেষ ১৯৭১ সালে  ৩০ লক্ষ শহীদের আত্মহতি ২ লক্ষ মা-বোনের ইজ্জত লুন্ডন, অসংখ্য রাস্তাঘাট নষ্ট রাজাকার আলবদর এদেশী দোষর তাদের নির্যাতন এবং ঘরবাড়ি পোড়ানোর বিনিময় আমরা ফিরে পেয়েছি জাতির পিতার নেতৃত্বে আমাদের কাঙ্খিত স্বাধীনতা।

অনুষ্ঠানে সংগঠনের জেলা শাখার সভাপতি খোকন মন্ডল ও সাধারন সম্পাদক মারিয়াজ হোসেন রুবেল এর সঞ্চালনায় উদ্বোধক জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, প্রধান বক্তা ছিলেন এড মাহাদী মল্লিক বক্তৃতা করেন ।

অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তরের জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি ও ঝালকাঠির গরিবের সুলতান ক্ষ্যাত শামীম আহমেদ সার্বিক সহযোগিতা করেন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক তরুণ কর্মকার, নুরুল আমিন সুরুজ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাফেজ আল মাহমুদ, জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকিরসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  
Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam