Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

নলছিটিতে লাইসেন্স ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির, ৩ ব্যবসায়ীকে জরিমানা

মঙ্গলবার, ডিসেম্বর ২৯, ২০২০

/ by DNN24LIVE


নলছিটিতে লাইসেন্স বিহীন যত্রতত্র বিধি লঙ্ঘন করে গ্যাস সিলিন্ডার বিক্রেতাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যার পর পৌরসভার বাসস্ট্যান্ড, টিএন্ডটি রোড,নান্দিকাঠি, বাইপাস সড়ক ও হাসপাতাল সড়কের বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সাখাওয়াত হোসেন।

এসময় বিধি লঙ্ঘন করে লাইসেন্স বিহীন যত্রতত্র এলপি গ্যাসের সিলিন্ডার বিক্রি ও সড়কের মোড়ে তরল পেট্রোলিয়াম (এলপি) গ্যাসের সিলিন্ডার রাখার অপরাধে তিন ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam