নলছিটিতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগ'র ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা ছাত্রলীগ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি শোভাযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি নলছিটি ডিগ্রি কলেজে এসে শেষ হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি অনীক রহমান সরদারের সভাপতিত্বে আলোচনা সভায় মুঠোফোনে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আলহাজ্ব আমির হোসেন আমু এমপি।
অনুষ্ঠান সঞ্চালনা ও দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক দিদারুল আলম রায়হান।
বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, উপজেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক মোঃ দুলাল শরীফ, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মামুনসহ উপজেলা
১০ টি ইউনিয়ন ছাত্রলীগ নেতৃবিন্দ
উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।