Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

ঐক্যমতের ভিত্তিতে সহযোগী সংগঠনের সবাইকে একমত হয়ে নির্বাচনে কাজ করতে হবে: আমু

মঙ্গলবার, ডিসেম্বর ২৯, ২০২০

/ by DNN24LIVE


আগামী ৩০ জানুয়ারী দেশের ৬৪ টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সবকটিতেই সু-সৃঙ্খল ভাবেই অনুষ্ঠিত হবে। নিজেদের মধ্যে কোন প্রকার কোন্দল রাখা যাবেনা, জেলা আওয়মী লীগের প্রার্থী যখন আ’লীগ নির্ধারণ করেছে সুতা্রং সবাইকে ঐক্যমতের ভিত্তিতে সহযোগী সংগঠনের সবাইকে একমত হয়ে কাজ করতে হবে। আজকের এই নির্বাচনের ফলাফলের ভিত্তিতেই আগামীদিনের জয় পরাজয় নির্ধারণ করবে সংগঠন কতখানি শক্তিশালী হয়েছে। 


বিরোধী পক্ষকে শক্তিশালী মনে করে আমাদের মাঠে কাজ করতে হবে উল্লেখ করে ১৪ দলের মুখপাত্র বলেন, যারা দ্বায়িত্বে থাকবে তারা যে প্রক্রিয়ায় নির্বাচন পরিচালনা করবে এর মধ্যেদিয়েই আমাদের জয় ছিনিয়ে আনতে হবে। মনে রাখতে হবে আমাদের শত্রুপক্ষ বসে নেই তারা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত। সুতারং নির্বাচনি ফলাফল নিয়ে কোন আপোস করা যাবেনা। পাশাপাশি বিরোধী পক্ষকে খাটো করে দেখার কোন কারন থাকতে পারেনা। সোমবার বিকেলে ঝালকাঠির নলছিটি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল’র সভাকক্ষে ভার্চুয়ালে যুক্তহয়ে আলীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ১৪ দলের মুখপাত্র ও ঝালকাঠি নলছিটি ২ আসরে সংসদ সদস্য আলহাজ্ব আমির হেসেন আমু (এমপি) এসব কথা বলেন।

বর্ধিত সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তছলিম উদ্দিন চৌধুরী সভাপতিত্ব করেন। 

ঝালকাঠি জেলা আ’লীগের সহ সভাপতি জেলা পরিষদ সদস্য ও নলছিটি পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ কবির খান, জেলা আ’লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট খান সাউফুল্লাহ পনির, ঝালকাঠি পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, নলছিটি উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক এ্যাডভোকেট সৈয়দ মোহম্মদ হোসেন খোকন, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক জনার্ধন দাস বক্তব্য রাখেন

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam