Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন

রবিবার, ডিসেম্বর ০৬, ২০২০

/ by DNN24LIVE

 


বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গা ও বাংলাদেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা উচ্ছেদের হুমকির প্রতিবাদে  ঝালকাঠিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (৬ ডিসেম্বর) সকাল ১১ টায় জেলা প্রশাসকের সামনের সড়কে ঘন্টা ব্যপি এ মানব বন্ধনের আয়োজন করে মহান মুক্তিযুদ্ধের চেতনার ধারক সম্মিলিত সাংস্কৃতিক জোট ।

এ সময় বক্তব্য রাখেন, আওয়ামীলিগের সাধারন সম্পাদক খান সাইফুলারহ পনির, সংগঠনের আহবাহক হাবিবুর রহমান হাবিল, এ্যাডভোকেট মানিক আচার্য্য সহ আন্যন্যরা।

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam