Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

ঝালকাঠিতে ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির অবস্থান কর্মসূচি পালন

রবিবার, ডিসেম্বর ০৬, ২০২০

/ by DNN24LIVE

 

ঝালকাঠিতে ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির উদ্যোগে অবস্থান কর্মসূচি উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়েছে

রোববার (০৬ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে শত শত জেলেদের উপস্থিতিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়

সকল নদীর মোহনায় ক্যাপিটাল ড্রেজিং, জেলেদের এফআইডি কার্ড সংশোধনে জেলে প্রতিনিধি নিয়োগ, ভূমিহীন জেলেদের খাস জমি বন্দোবস্ত, ভিজিএফ বিতরনে দুর্নীতি বন্ধ, ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস জলদস্যু বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে নিহত জেলে পরিবারকে লক্ষ টাকা আর্থিক সহয়তা নিবন্ধিত জেলেদের নামে জীবন বীমা চালুসহ ভিন্নি দাবি তুলে ধরে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়

ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির ঝালকাঠি শাখার সভাপতি মো. মিন্টু হাওলাদার ও সম্পাদক মান্নান শরিফ এর হাত থেকে স্মারকলিপি গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার ও সিনিয়র উপজেলার মৎস্য কর্মকর্তা ফারহানা তাসলিমা।

এর আগে উপজেলা ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সদস্যরা চত্বরে মানববন্ধন করে।

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam