এ ঘটনায় গতমঙ্গলবার দুপুরে নাসরিনের শশুর মো. তৈয়ব আলী হাওলাদার থানায় অভিযোগ দায়ের করেছেন। নাসরিন বেগম উপজেলার কেওতা গ্রামের আব্দুল লতিফের মেয়ে।
অভিযোগ
সূত্রে জানা যায়, তিন
বছর আগে কেওতা গ্রামের
আব্দুল লতিফের মেয়ে নাসরিনের
সঙ্গে মো. তৈয়ব আলীর
ছেলে মো. রবিউল হাওলাদারের
বিয়ে হয়। দেড়
বছর আগে একটি কন্যা
সন্তানের জন্ম দেয় নাসরিন। পায়ুপথ
ছাড়াই ওই শিশুর জন্ম
হয়। এ
নিয়ে রবিউল ও নাসরিনের
মধ্যে প্রায়ই ঝগড়া হতো। সোমবার
সকালে ঘরে কেউ না
থাকায় ঘরের মূল্যবান মালামালসহ
নগদ টাকা-পয়সা নিয়ে
দেড় বছরের শিশু সন্তানকে
রেখে পালিয়ে যায় নাসরিন। নাসরিন
তার বাবার বাড়িতে আছেন
বলে জানা গেছে।
তিনি তৈয়ব আলীসহ তার
পরিবারকে মিথ্যা মামলায় জড়িয়ে
হয়রানির হুমকি দেন বলে
অভিযোগে উল্লেখ করা হয়।
রাজাপুর
থানা ওসি মো. শহিদুল
ইসলাম বলেন, এ ঘটনার
তদন্ত করে দোষীর বিরুদ্ধে
আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সুত্র:
সময়ের আলো
