বছর
জুরে ঝালকাঠি জেলায় যে ঘটনাগুলি আলোচনার জন্ম দিয়েছিল তার মধ্যে অন্যতম বছরের শুরুতেই
চাঁদাবাজির মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৪ জন গ্রেফতার। এরপর ২০ জানুয়ারি, নলছিটিতে বিয়ের অনুষ্ঠানের খাবার খেয়ে দুই
শতাধিক লোক অসুস্থ হয়ে পড়ে।জেএমবির সিরিজ বোমা হামালায় দুইজনের যাবজ্জীবন কারাদন্ডসহ
প্রায় ১৮টি ঘটনা ২০২০ সালে ঝালকাঠিবাশীর নজর ছিল। অনেকটা আলোচনা সমালোচনারও জন্ম দিয়েছিল
ওই সব ঘটনাগুলি। ঘটনাগুলি ডিএনএন টোয়েন্টিফোর’র পাঠকদের জন্য তুলে ধরা হলো।
চাঁদাবাজির মামলায় জেলা ছাত্রলীগের
সাবেক সভাপতিসহ ৪ জন গ্রেফতার
চাঁদাবাজির
মামলায় ঝালকাঠির জেলা ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। এ সময়
ছাত্রলীগ নেতার বাসা থেকে ১৫টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। জেলা শহরের বিকনা
এলাকার কামাল হোসেন হাওলাদার নামের এক ঠিকাদারের কাছে মাসিক ৫০ হাজার টাকা চাঁদার দাবি
ও ৫ জানুয়ারি ওই ঠিকাদারকে মারধরের ঘটনায় মিলনসহ ৬ জনকে অভিযুক্ত করে সদর থানায় লিখিত
অভিযোগ করে। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৪ জানুয়ারি) শহরের ডাক্তারপট্টি
এলাকায় ছাত্রলীগ নেতা মিলনের বাসায় অভিযান চালিয়ে ১১টি দেশীয় ধারালো রামদা ও ৪টি পাইপসহ
প্রথমে মিলনকে আটক করা হয়।
বিয়ের খাবার খেয়ে দুই শতাধিক
অসুস্থ
নলছিটিতে
বিয়ের অনুষ্ঠানের খাবার খেয়ে দুই শতাধিক লোক অসুস্থ হয়ে পড়ে। রোববার (২০ জানুয়ারি)
দুপুরে উপজেলার প্রতাপ গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাঁদের ঝালকাঠি সদর হাসপাতালে
ভর্তি করা হয়। খাবারে বিষক্রিয়ার কারণে অসুস্থরা বেশিরভাগ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন
বলে জানায় চিকিৎসকরা ।
ঝালকাঠিতে জেএমবির সিরিজ
বোমা হামালায় দুইজনের যাবজ্জীবন কারাদন্ড
ঝালকাঠিতে
২০০৫ সালে আলোচিত জেএমবির সিরিজ বোমা হামলার ঘটনার দীর্ঘ সাড়ে ১৪ বছর পর দুইজনকে যাবজ্জীবন
কারাদন্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল-২ আদালতের বিচারক
শেখ. মো. তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন ঝালকাঠির বিকনা গ্রামের
মো. ইউনুস মল্লিক এর ছেলে মো. জিয়াউর রহমান এবং বৈদারাপুর গ্রামের মোশাররফ হোসেনের
ছেলে ফরিদ হোসেন। রায় ঘোষণার সময় দুই আসামী আদালতে উপস্থিত ছিলেন।
সর্দি-জ্বর নিয়ে জামাই আসায়
নলছিটির ৩ বাড়িতে লাল নিশানা
ঝালকাঠির
নলছিটি উপজেলায় সর্দি জ্বর ও কাশি নিয়ে ভারত থেকে বেড়াতে আসা এক ব্যক্তির শ্বশুর বাড়িসহ
আশপাশের তিনটি বাড়িতে লাল পতাকা টানিয়েছে স্থানীয় প্রশাসন। সোমবার রাতে করোনা সতর্কতায়
এ লাল নিশানা টানানো হয়। নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা সিকদার মঙ্গলবার
(৩১ মার্চ) এ তথ্য জানান।
ইউপি সদস্যের বাড়ি থেকে ত্রাণের
চাল উদ্ধার
ঝালকাঠিতে
এক ইউপি সদস্যের বাড়ি থেকে ত্রাণের সরকারি আড়াই (২৫’শ কেজি) টন চাল উদ্ধার করেছে ঝালকাঠি জেলা
প্রশাসন। রোববার (৫ এপ্রিল) রাত ১০ টার দিকে গোপন সংবাদে সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের
আগড়বাড়ি গ্রামের ৮ নং ইউপি সদস্য মনির হোসের বাড়ি থেকে এ চাল উদ্ধার হয়।
ঝালকাঠিতে অঘোষিত 'লকডাউন'
বৃহস্পতিবার
(১৬ এপ্রিল) ঝালকাঠি সদর উপজেলাকে লকডাউন
ঘোষণা করা হয়।
সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী
আদেশ না দেয়া পর্যন্ত
এ নির্দেশ বলবৎ থাকবে বলে
এক গণবিজ্ঞপ্তি জারি করেন জেলা
প্রশাসক মো. জোহর আলী।
ওইদিন ঝালকাঠি সদর উপজেলায় নতুন
করে একজন ইউপি সদস্যের দেহে
করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর
এ সিদ্ধান্ত নেয়া হয়।
লকডউন দেয়ার দিন পর্যন্ত জেলায়
ওই ইউপি সদস্যসহ মোট ৪ জন
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিল।
ঝালকাঠিতে 'আম্ফান' আতঙ্ক
করোনা
দুর্যোগের মধ্যেই ঘূর্ণিঝড় আম্ফান নিয়ে আতঙ্কিত হয়ে পড়ে উপকূলীয় জেলা ঝালকাঠির বাসিন্দারা।
৭ নম্বর বিপদ সংকেতে উদিগ্ন সুগন্ধা ও বিষখালী নদী বেষ্টিত এ জেলার মানুষ আম্ফান মোকাবেলায়
প্রস্তুতি নেয়। মানুষের নিরাপত্তার জন্য জেলার ২৭৪টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা
হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. জোহর আলী। সাইক্লোন শেল্টারগুলোতে ৮৩ হাজার মানুষ
আশ্রয় নিশ্চিত করেন। আম্ফান মোকাবেলায় ৪০টি মেডিক্যাল টিম গঠন করে স্বাস্থ্য বিভাগ।
দুর্যোগের প্রস্তুতির জন্য রেডক্রিসেন্ট ও স্বাউটস সদস্য, একাধিক সেচ্ছাসেবী সংগঠনও
আম্ফান মোকাবেলায় কাজ করে। সুগন্ধা ও বিষখালী নদী তীরের বাসিন্দাদের শতর্ক থাকার জন্য
মাইকিং করছেন জেলা তথ্য অফিস, রেডক্রিসেন্ট ও স্বাউকটস সদস্যরা।
ইউপি সদস্যের বিরুদ্ধে স্ত্রী
হত্যার অভিযোগ, মরদেহ নিয়ে বিক্ষোভ
২২ মে, ২০২০
ঝালকাঠির
রাজাপুর উপজেলায় এক ইউপি সদস্যের বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ তুলে বিচার দাবিতে
মরদেহ নিয়ে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করে গৃহবধূর স্বজনরা। শুক্রবার (২২
মে) বিকেলে বিক্ষোভকালে পুলিশ বিচারের আশ্বাস দিলে মরদেহ গৃহবধূর বাবার বাড়িতে দাফনের
জন্য নিয়ে যান তারা।
ঝালকাঠি কারাগারে কয়েদীর মৃত্যু
২ জুন, ২০২০
ঝালকাঠি
কারাগারে মাদক মামলায় বিচারাধীন এক কয়েদীর মৃত্যু হয়। হুমায়ুন কবির দর্পণ (৫৩) নামে
ওই ব্যক্তি বরিশাল জেলা শহরের জিয়া সড়কের সৈয়দ হালিম মিয়ার ছেলে। সোমবার (১ জুন) রাতে
সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়, জানান ঝালকাঠি জেল সুপার শফিউল আলম।
নিখোঁজের দু'দিন পর খালে
থেকে স্কুলছাত্রীর মরদেহ
১০ জুলাই, ২০২০
ঝালকাঠির
নলছিটিতে নিখোঁজের দুইদিন পর খালে ভেসে ওঠে স্কুলছাত্রীর মরদেহ। মঙ্গলবার (১০ জুলাই)
প্রাইভেট পরতে গিয়ে নিখোঁজ হয় ফারজানা আক্তার (১৫)। সে উপজেলার রানাপাশা গ্রামের ফারুক
মুন্সির মেয়ে এবং স্থানীয় স্কুলের দশম শ্রেণির ছাত্রী। বৃহস্পতিবার (০৯ জুলাই) বিকালে
স্থানীয় নাচনমহল খালে তাঁর মৃত্যুদেহ ভেসে উঠতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ
এসে উদ্ধার করে।
ফুটপাতের জুতার কারিগর সবিতার
দিন বদলের গল্প
৮ আগষ্ট, ২০২০
ঝালকাঠির
ফুটপাতের সেই জুতার নারী কারিগর সবিতা দাসকে পুনর্বাসিত করলেন ঝালকাঠির এক আলোকিত যুবক
ছবির হোসেন। ফুটপাত থেকে তুলে এনে সবিতাকে দেয়া হয়েছে সাজানো দোকান ঘর সাথে বিক্রির
জন্য নতুন সুতা-স্যান্ডেল। বুধবার (০৫ আগস্ট) সকালে সবিতার হাতে তুলে দেয়া হয় সাজানো
দোকানের চাবি।
ঝালকাঠিতে ২০ বছর আগের মৃত
ব্যক্তির কাপনের কাপড় ও দেহ অক্ষত
১ সেপ্টেম্বর, ২০২০
ঝালকাঠি
সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের চরকাঠি গ্রামে মোঃ মুজাফফর আলী হাওলাদার (৭৫)
নামে এক মুসলিম ব্যাক্তির মৃত্যুবরণের ২০ বছর পরে নদী ভাঙ্গনে বিলীন হওয়ার সঙ্কায় মৃতের
স্বজনরা কবরটি হস্তান্তরের জন্য খনন করলে কাফনের কাপড় ও দেহ অক্ষত অবস্থায় উদ্ধার করা
হয়। এনিয়ে এলাকাজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এখবর ছড়িয়ে পরলে অলৌকিক এ ঘটনায় লাশটি
এক পলক দেখার জন্য দিনভর স্থানীয় এলাকাবাসীসহ শহর থেকে হাজারো মানুষের ঢল নামে। স্থানীয়
ও স্বজনরা জানান, ঝালকাঠি সদর উপজেলার চরকাঠি গ্রামের বাসিন্দা মোঃ মুজাফফর আলী হাওলাদার
নামে এ ক্ষুদ্র ব্যবসায়ী বিগত ২০০০সালে বার্ধক্য জনিত কারনে ৭৫ বছর বয়সে মারা যায়।
নদী ভাঙ্গনের কারনে পরিবারের সদস্যরা বৈদারাপুর গ্রামে নতুন বসত বাড়ীতে তাকে দাফন করেন।
সড়ক দুর্ঘটনায় নিহত সেই ৫
জনের দাফন সম্পন্ন
১১ সেপ্টেম্বর, ২০২০
বরিশালে
সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের দাফন তাদের গ্রামের বাড়ি ঝালকাঠিতে সম্পন্ন হয়েছে। নিহতদের
মধ্যে মেজর সুরাইয়া শিউলিকে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায়
শেষ বিদায় দেয়া হয়েছে। গতবুধবার ভাইয়ের মৃত শিশু কন্যাকে নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে
ঢাকা থেকে অ্যাম্বুলেন্সে ঝালকাঠি ফিরছিলেন শিউলি। পথে বরিশালের উজিরপুরে কাভার্ডভ্যান
ও বাসের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষে তাদের বহনকারী অ্যাম্বুলেন্স চালকসহ সবাই ঘটনাস্থলেই
নিহত হন।
নারীকে মধ্যযুগীয় নির্যাতন:
আ.লীগ-বিএনপির ২ নেতার বিরুদ্ধে মামলা
১৭ সেপ্টেম্বর, ২০২০
ঝালকাঠিতে
অপহরণ করে মুক্তিপণ আদায় ও মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের পর এক নারীকে চুল কেটে দেয়ার
অভিযোগে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শারমিন মৌসুমী কেকা ও শহর বিএনপির সাধারণ
সম্পাদক আনিসুর রহমান তাপুসহ ৬ জনের নামে আদালতে মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার (১৭
সেপ্টেম্বর) নির্যাতিত নারী পারভিন আক্তার বাদী হয়ে দুপুরে ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন
দমন ট্রাইব্যুনাল-১ এ আদালতে এ মামলা দায়ের করেন।
ঝালকাঠিতে গরু-মহিষ-ট্রলারসহ
৭ চোর আটক
৬ অক্টবর, ২০২০
ঝালকাঠির
নলছিটি উপজেলায় চোরাই গরু ও একটি ট্রলারসহ সাত চোরকে আটক করেছেন এলাকাবাসী। পরে তাদের
পুলিশে সোপর্দ করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) রাতে উপজেলার দপদপিয়ার ইউনিয়নের জুরকাঠীর
ঘোপোরহাট বাজার সংলগ্ন সুগন্ধা নদী থেকে চারটি গরু, তিনটি মহিষ ও একটি ট্রলারসহ চোর
চক্রের সাত সদস্য আটক হয়।
ঝালকাঠিতে পিলার চোরাচালান
চক্রের ৮ সদস্য আটক
১৮ নবেম্বর ২০২০
ঝালকাঠির
রাজাপুরে পিলার চক্রের ৮ সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলা
সদরের বাইপাস মোড় এলাকার ইদ্রিস খন্দকারের বাড়ি থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের
সঙ্গে থাকা একটি মাইক্রোবাস, একটি সীমানা পিলারসদৃশ্য একটি বস্তু এবং নয়টি মোবাইল ফোন
উদ্ধার করা হয়।
ডিজিটাল আইনের মামলায় আওয়ামী
লীগের নেতা রিজভী গ্রেপ্তার
৯ ডিসেম্বর ২০২০
ঝালকাঠিতে
মেসেঞ্জারে অশালীন মন্তব্যসহ সাংসদের এক মেয়ের ছবি ছড়ানোর ঘটনায় ডিজিটাল আইনের মামলায়
জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক রুহুল আমিন রিজভী গ্রেপ্তার করে পুলিশ।ওইদিন বুধবার
তাঁকে আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। পরদিন বৃহস্পতিবার এ নিয়ে
শুনানির দিন ধার্য করে আদালত। তাঁর আগে গত রোববার একই মামলায় জেলা ছাত্রলীগের যুগ্ম
সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ রাব্বীকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল মঙ্গলবার শুনানি
শেষে তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
চত্বরে ধর্ষণ মামলার আসামির
সঙ্গে ভিকটিমের বিয়ে
২০ ডিসেম্বর, ২০২০
ঝালকাঠি আদালত চত্বরে ধর্ষণ মামলার আসামির সাথে নির্যাতিতা তরুণীর বিয়ে সম্পন্ন হয়েছে। রোববার (২০ ডিসেম্বর) দুপুরে দু'পক্ষের উপস্থিতিতে এ বিয়ে অনুষ্ঠিত হয়। জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।


















