Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

দ্বিতীয় দাপে ভাসানচরে পৌঁছেছে তিন শতাধিক রোহিঙ্গা

মঙ্গলবার, ডিসেম্বর ২৯, ২০২০

/ by DNN24LIVE


রোহিঙ্গাদের
দ্বিতীয় দলের তিন শতাধিক সদস্যবাহী নৌবাহিনীর একটি জাহাজ নোয়াখালীর ভাসানচরে পৌঁছেছে বাকি চারটি জাহাজও একে একে ভাসানচরে আসছে

আজ মঙ্গলবার বেলা পৌনে একটার দিকে রোহিঙ্গাবাহী নৌবাহিনীর প্রথম জাহাজটি ভাসানচরে পৌঁছায়

রোহিঙ্গাদের দ্বিতীয় দলটিতে চার শতাধিক পরিবারের মোট হাজার ৮০৪ জন নারী, পুরুষ শিশু রয়েছে

সকাল সোয়া নয়টার দিকে নৌবাহিনীর পাঁচটি জাহাজে করে রোহিঙ্গা দলটি ভাসানচরের উদ্দেশে রওনা দেয় নৌবাহিনীর জাহাজগুলো চট্টগ্রাম বোট ক্লাব থেকে যাত্রা করে

ভাসানচরে যাওয়ার উদ্দেশ্যে গতকাল সোমবার কক্সবাজারের বিভিন্ন শিবির থেকে চট্টগ্রাম রওনা হন এই রোহিঙ্গারা তাঁদের নিয়ে উখিয়া ডিগ্রি কলেজের মাঠ থেকে বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৩০টির বেশি বাস চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়

শরণার্থী প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের এক কর্মকর্তা জানান, স্বেচ্ছায় ভাসানচরে যেতে ইচ্ছুক রোহিঙ্গারা গত রোববার থেকে নিজ নিজ শিবিরের কর্মকর্তার কার্যালয়ে নিজেদের নাম অন্তর্ভুক্ত করেন তারপর ভাসানচরে যাওয়ার উদ্দেশে গতকাল তাঁরা রোহিঙ্গা শিবির থেকে চট্টগ্রাম যান

এর আগে ডিসেম্বর প্রথম দফায় কক্সবাজারের উখিয়া কলেজের মাঠ থেকে রোহিঙ্গাদের নিয়ে ৩৬টি বাস চট্টগ্রামে যায় পরে সেখান থেকে নৌবাহিনীর জাহাজে করে হাজার ৬৪২ রোহিঙ্গাকে ভাসানচরে নিয়ে যাওয়া হয়

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam