Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

ইউপি নির্বাচন: কুয়াশা ভোরে দোয়া ও সমার্থন প্রত্যাশায় নবীনদের প্রচারনা

রবিবার, জানুয়ারি ২৪, ২০২১

/ by DNN24LIVE

ভোটের আগে হাইভোল্টেজদের বিপরীতে নতুন নেতৃত্বের আশায় প্রান পেয়েছ সাধারণ মানুষ। ভোটের আগে শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে ভোট-রাজনীতি ঘিরে তাপ উত্তাপ শুরু হয়েছে। কাক ডাকা ভোর থেকে চায়ের দোকানে আলোচনা কুয়াশা স্বাভাবিক হলেই বেরিয়ে পড়ে মনোনয়ন প্রত্যাশী ইউপি সদস্যরা। দোয়া ও সমর্থন চেয়ে বাড়ি ও বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে নারী ও পুরুষ ভোটারদের সাথে চলে খোশআলাপ।

নির্বাচনের বাকি তিন মাস। তবে ইউপি সদস্যদের মাঠ গোছানো এখনই মুখ্যসময়। পরবর্তী সময়ের নেতৃত্ব দেওয়া ও সুখ দুঃখে পাশে থাকার প্রথম পরীক্ষায় এগিয়ে থাকে নতুনরা আর সাধারণ ভোটারের কাছথেকে নেতৃত্ব দেয়া পুড়নো প্রার্থীদের এ পরীক্ষায় নিতে হয় লুচপেপার পযর্ন্ত। কষতে হয় আনেক হিসেব কিতাব।

ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ছত্রকান্দা একাংশে দোয়া ও সমর্থন চেয়ে ওয়ার্ক করেছে মনজুর মোর্শেদ (ফারমি) শিকদার। ফারমি বেরপাশা শিকদার বাড়ির মরহুম আমির হোসেন শিকদারের ছেলে।

ফারমি এর আগে তার নির্বাচনী ওয়ার্ডে বাড়ি বাড়ি পোস্টার এবং এলাকার মুলমুল পয়েন্টে ফেস্টুন দিয়ে ওয়ার্ডবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা করে। এরপরে এটাই ছিল স্থানীয় ভোটারদের কাছে দোয়া সমর্থন প্রত্যাশার নিয়মিত ওয়ার্কের আংশবিশেষ। 

নতুন নেতৃত্ব ও নীতি-আদর্শে এগিয়ে থাকা এই তরুণ জনপ্রতিনিধি মনজুর মুরশেদ ফারমি জানায়, অবহেলা ও সঠিক নেতৃত্বের অভাবে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত এ ওয়ার্ডের লোকজনের পাশে থেকে কজ করতে চাই। নির্বাচনে জয়ী হলে তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে এ ওয়ার্ডটিকে একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তোলার কথা জানান তিনি।

স্থানীয়রা বলছেন, ব্যক্তি ও বতর্মান রাজনৈতিক জীবনেও তিনি একজন সৎ মানুষ। তবে তার নিজের ইচ্ছা নতুন এ ওয়ার্ডটিকে আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে স্বল্প ও দীর্ঘমেয়াদে যে সব পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন প্রয়োজন সবই তিনি করবেন এমনটাই প্রত্যাশা এলাকার সাধারণ ভোটারদের।

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam