ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকা থেকে চোরাই সিএনজিসহ শাকিল ও ইমন নামে দুই যুবককে আটক করেছে জনতা। পরে পলিশে সোর্ফদ করে এলাকাবাসী।
রবিবার সকালে
উপজেলার ছত্রকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ওই দুই যুবক
বরিশাল কাজির গোরোস্থান এলাকার বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে শাকিল ও একি এলাকার মান্নান
সিকদারের ছেলে ইমন।