Responsive Ad Slot

Weather - Tutiempo.net
Health লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Health লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শীতেও সুস্থ থাকবে আপনার শিশু, পরামর্শ: ডাঃ অসীম সাহা'র

কোন মন্তব্য নেই

মঙ্গলবার, নভেম্বর ০৮, ২০২২

শীত আসছে সময় শিশুকে কীভাবে সুস্থ রাখা সম্ভব, কী করলে রোগব্যাধির আক্রমণ কম হবে এ নিয়ে পরামর্শ সতর্কতামূলক বার্তা দিয়েছে নবজাতক শিশু বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডাঃ অসীম কুমার সাহা।

তিনি বলেন, শীতকালীন সময়ে বিশেষ করে দক্ষিনাঞ্চলে ছোট্ট ছোট্ট সোনামনিদের দু-প্রকার রোগের প্রদুরভাব বেশি হয়ে থাকে। এর মধ্যে ঠান্ডাজনীত ও ডায়রিয়া জনিত কিছু রোগ।তবে শীতের শুরুতেই এই ধরনের রোগ যাতে কম হয় সেদিকে মায়েদের প্রতি খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন তিনি। বিশেষ করে নবজাতক শিশুর ক্ষেত্রে কম করে হলেও প্রতেক শিশুকে ৬মাস পর্যন্ত বুকের দুধ খাওয়াতে হবে।এরপর বুকের দুধের পাশাপাশি সম্পুরক খাবার দিতে হবে ২বৎসর পযর্ন্ত।এতেকরে শিশুদের ঠান্ডা ও ডায়রিয়াজনিত রোগ কমে যাবে। এছাড়াও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শিশুর জন্মের পর যে টিকা দেয়া হয় সেগুলো সঠিক সময়ে দেয়ার প্রতিও গুরুত্ব দেয়ার কথা বলছেন নবজাতক ও শিশু বিশেষজ্ঞ এই চিকিৎসক। 

ঋতু পরিবর্তনের জন্য কিছু ভাইরাস জ্বর। এ সময় টনসিল ফুলে যায়, সাইনোসাইটিস হয়। শীতকালে আর্দ্রতা কমে যায়, বাতাসে ধুলাবালি বেশি ওড়ে, তাই সর্দি-কাশি, অ্যাজমা বা হাঁপানি, ব্রংকাইটিস ও ব্রংকিউলাইটিসের প্রকোপ বাড়ে। ত্বকের শুষ্কতা বাড়ার জন্য বিভিন্ন চর্মরোগ ও অ্যালার্জি হয়। প্রায়ই দেখা যায়, দুই-তিন দিন নাক বন্ধ থাকে বা নাক দিয়ে পানি ঝরে। তাই এ সময়টাতে সবাইকে একটু সতর্ক থাকতে হবে।

করণীয়

শীত থেকে বাঁচতে হলে সামর্থ্য অনুযায়ী যথাসম্ভব গরম কাপড় পরতে হবে। বিশেষ করে বাচ্চাদের গরম কাপড় দিয়ে মাথা ঢাকতে বা টুপি পরাতে হবে। কানে শীত বেশি লাগে, তাই কান ঢেকে রাখতে হবে। ধুলাবালি থেকে যতদূর সম্ভব নিজেকে দূরে রাখার চেষ্টা করতে হবে। উষ্ণ গরম পানি দিয়ে গোসল অথবা দুপুরের দিকে গোসল করতে হবে। শোয়ার সময় লেপ বা কম্বল দিয়ে ঢেকে রাখতে হবে, যাতে ঠান্ডা না লাগে। আবার অতিরিক্ত গরম কাপড়ের জন্য যাতে ঘেমে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। আইসক্রিমসহ অন্যান্য ঠান্ডা পানীয় বা খাবার যেন না খায়। কুসুম গরম পানি খেতে হবে।

নবজাতক শিশুর যত্ন

নবজাতকের তাপ নিয়ন্ত্রণের ক্ষমতা খুবই কম, তাই অল্প শীতেই তারা কাবু হয়ে যায়। যে বাচ্চা পূর্ণ ৩৭ সপ্তাহ মাতৃগর্ভে কাটিয়ে জন্ম নিয়েছে তার ক্ষেত্রে জটিলতা কম। সময়ের আগেই জন্ম নেওয়া শিশুদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। শিশু মায়ের পেটে উষ্ণ তাপমাত্রায় অবস্থান করে। তাই পৃথিবীর তাপমাত্রায় সে শীত অনুভব করে। তা ছাড়া শিশুর শরীরে তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা পুরোপুরি তৈরি হতেও সময় লাগে। শিশুকে উষ্ণ তাপমাত্রায় রাখতে হবে। যদি ঘরের তাপমাত্রা ২৫ সেলসিয়াস হয়, তবে সুতির কাপড় পরিয়ে কাঁথা দিয়ে মুড়ে রাখুন। এ মাত্রার নিচে হলে সোয়েটার ব্যবহার করতে হবে। বাচ্চা বুকের দুধ খাওয়ার সময় সাধারণত ঘেমে যায়। তাই ওই সময় সোয়েটার আলগা করে দিন। শীতে নবজাতককে অবশ্যই হাতমোজা, পা’মোজা ও কানটুপি পরাতে হবে।

মনে রাখবেন

* বাচ্চাকে ঘন ঘন বুকের দুধ খাওয়ান। বুকের দুধে রোগ প্রতিরোধ শক্তি বাড়ায়। ফলে শিশু সহজে ঠান্ডা, কাশি ইত্যাদিতে আক্রান্ত হয় না।

* দিনে ঘরের জানালা খুলে রোদ ও নির্মল বাতাস ঘরে ঢুকতে দেওয়া ভালো, ঠান্ডা বাতাস এলেও ক্ষতি নেই। ঘরের মধ্যে ভিজা কাপড় না শুকিয়ে অবশ্যই রোদে শুকাতে হবে।

* শীতকালে বাচ্চাকে দোলনায় বা আলাদা মশারির নিচে না রেখে মায়ের কোলঘেঁষে শোয়াতে হবে। এতে বাচ্চা উষ্ণ থাকবে, মায়ের সঙ্গে আন্তরিকতা বাড়বে ও বুকের দুধ খাওয়াতে সুবিধা হবে।

* যদি পরিবারের কোনো সদস্যের বা কোনো আত্মীয়ের সর্দি, কাশি, ভাইরাল জ্বর ইত্যাদি থাকে, তবে তারা মা ও নবজাতক শিশুর কাছে আসা থেকে বিরত থাকতে হবে।

* শিশুকে শীতকালে ঘরের বাইরে নেওয়া থেকে বিরত থাকুন। রোদে দিতে হলে জানালার পাশে বা ঘরের বারান্দা থেকে রোদ লাগান।

* নবজাতক শিশুকে জন্মের সঙ্গে সঙ্গে গোসল করানোর দরকার নেই। জন্মের ৭২ ঘণ্টা পর্যন্ত গোসল করানো উচিত নয়। এর মধ্যে শিশুর তাপমাত্রা নিয়ন্ত্রণ ক্ষমতা গড়ে উঠবে।

* বাচ্চার নাভি না শুকানো পর্যন্ত তাকে গোসল না করানোই ভালো। সপ্তাহে দুদিন গোসল করানোই যথেষ্ট। গোসলের আগে ঘরের দরজা-জানালা লাগিয়ে নিন। গোসলের জন্য প্রয়োজনীয় ঈষদুষ্ণ পানি (৪৫ সে.), নরম কাপড় বা স্পঞ্জ, তোয়ালে, ভ্যাসলিন, ডায়াপার ইত্যাদি সব হাতের কাছে গুছিয়ে নিয়ে গোসল করাতে বসুন।

* নবজাতক শিশুর সামান্য কাশি বা হাঁচিও কিন্তু সন্দেহজনক। তাই কাশি, শব্দ করে শ্বাস টানা, দুধ টেনে খেতে না পারা, শ্বাস নিতে কষ্ট বা পাঁজর নিঃশ্বাসের সঙ্গে বেঁকে যেতে থাকলে অতি দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

যা করা যাবে না

* শীতকালে নবজাতকের মাথা কামানো যাবে না। চুল মাথার তাপমাত্রা ধরে রাখে, চুল কামিয়ে দিলে ঠান্ডা লেগে যেতে পারে। শিশুর নাক বা মুখের ওপর কাপড়, লেপ, কম্বল ইত্যাদি দেবেন না।

* ঘরে কয়লা ও তুষের আগুন রাখবেন না যেন, এতে শিশুর ক্ষতি হয়।

* জন্মের পর ত্বকে এক ধরনের সাদা আবরণ দেখা যায়। অনেকেই এটি নোংরা ভেবে মুছে দেন বা গোসল করিয়ে ধুয়ে দেন। আসলে কিন্তু এ আবরণ নবজাতকের দেহের তাপমাত্রা ধরে রাখে, জীবাণু সংক্রমণ প্রতিরোধ করে এবং ত্বককে সুরক্ষা দেয়। তাই এটি সঙ্গে সঙ্গে মোছা উচিত নয়।

* নাভিতে কিছু লাগানো নিষেধ। শীতে অনেকে বাচ্চার নাভিতে তেল মেখে রোদে শুইয়ে রাখেন। এতে নাভিতে সংক্রমণ হতে পারে।

* ডায়াপার ছয় ঘণ্টার বেশি কোনোভাবেই রাখা উচিত না। ডায়াপার থেকে র‌্যাশ হতে পারে, তাই আগে থেকে ভেসলিন বা জিংকসমৃদ্ধ ক্রিম লাগাতে হবে।

দেড় মাস থেকে এক বছর বয়সি শিশুর যত্ন

* শিশুকে প্রয়োজন অনুযায়ী উষ্ণ রাখুন। ঠান্ডা পরিবেশে রাখা যাবে না। স্যাঁতসেঁতে ঘরেও তাকে রাখা ঠিক হবে না। বাচ্চাকে বুকের দুধ নিয়মিত খাওয়ান। ছয় মাসের বেশি হলে বাচ্চাকে বুকের দুধের পাশাপাশি অন্য খাবার দিন। খিচুড়িতে ডিমের সাদা অংশ, লাল শাক, পালং শাক অল্প করে দিতে পারেন। লেবু, কমলার রস খাওয়াবেন। এতে বাচ্চার রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়বে।

* যেসব বাচ্চা হামাগুড়ি দেয়, দেখবেন তারা যেন ঠান্ডা মেঝেতে হামাগুড়ি না দেয়। তবে কার্পেট ব্যবহার না করাই ভালো। কারণ কার্পেটের রোয়া থেকে বা ধুলো থেকে অ্যালার্জি হয়। তাই মাদুর বা ম্যাট ব্যবহার করা ভালো।

এক থেকে ছয় বছর বয়সের শিশুর যত্ন

এ বয়সে শিশুরা অনেক খেলাধুলা ও দৌড়াদৌড়ি করে থাকে, তাই খুব বেশি গরম ও ভারী কাপড় পরার প্রয়োজন হয় না। সকালে স্কুলে যাওয়া ও বিকালে খেলতে যাওয়ার সময় পর্যন্ত উষ্ণতা নিশ্চিত করতে হবে। শিশুরা স্কুলে পরস্পরের মাধ্যমে সর্দি-কাশি, ফ্লুসহ শীতকালের কিছু ছোঁয়াচে চর্মরোগে আক্রান্ত হয়। এ ব্যাপারে শিশুকে স্বাস্থ্যবিধি শেখাতে হবে। নিয়মিত লোশন লাগাতে হবে যেন ত্বক শুষ্ক হয়ে না যায়। শীতকালীন শাকসবজি ও ফল বেশি করে খেতে দিতে হবে।

গুমের ঘরে সাপের কামড়, যুবকের মৃত্যু

কোন মন্তব্য নেই

বুধবার, অক্টোবর ১২, ২০২২


ঝালকাঠি সদর উপজেলার ১০নং নথুল্লাবাদ ইউনিয়নের বাড়ৈয়ারা গ্রামে সাপের কামড়ে ইব্রাহিম (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১২ অক্টোবর) সকালে ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম উপজেলার বাড়ৈয়ারা গ্রামের কাঠ মিস্ত্ৰী মোঃ সেলিম হাওলাদার এর ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত্রে খাবার খেয়ে গুমিয়ে পরে আর গুমের ঘরেই ইব্রাহিম কে বিষধর সাপে কামড় দেয়। এতে ইব্রাহিম অসুস্থ হয়ে পড়লে স্থানীয় ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে বুধবার সকালে বরিশাল হসপিটালে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করে।

উভয় লিঙ্গ আর অর্ধ মাথা নিয়ে এক বিরল শিশুর জন্ম

কোন মন্তব্য নেই

শনিবার, আগস্ট ২৮, ২০২১

 


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ছেলেদের পুরুষাঙ্গ মেয়েদের যৌনাঙ্গসহ অর্ধেক মাথা নিয়ে জন্ম নিয়েছে এক বিরল শিশু। উপজেলার বালুগ্রাম দক্ষিণটোলা গ্রামের ভ্যানচালক নাসির হোসেনের স্ত্রী জিন্নাতুন খাতুন (২৪) শিশুটির জন্ম দিয়েছেন।

শিশুটি জন্মেছে শুক্রবার (২৭ আগস্ট) দিবাগত রাতে উপজেলার মহানন্দা ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত শিশুটি সুস্থ রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রসব ব্যথা উঠলে শুক্রবার রাত সাড়ে টার দিকে ওই প্রসূতিকে ক্লিনিকে ভর্তি করে পরিবারের লোকজন। বাচ্চা প্রসবের নির্ধারিত সয়মের বেশি দিন পার হওয়ায়, সিজার করার সিদ্ধান্ত নেয় চিকিৎসক ডা. হাসেম আলী।

সিজারে (শল্যচিকিৎসা) অংশ নেয়া নার্স (সেবিকা) ফাতেমা খাতুন রাইজিংবিডিকে জানান, অপারেশন থিয়েটারে সিজার করার সময়ই দেখতে পাই শিশুটির পুরুষাঙ্গ যৌনাঙ্গ দুটিই আছে। অপরদিকে বাচ্চাটির সম্পূর্ণ মাথা নেই। অসম্পূর্ণ মাথা নিয়েই জন্ম হয়, যা রয়েছে সম্পূর্ণ মাথার অন্তত এক-তৃতীয়াংশ। মগজ মাথার ভেতরে থাকার কথা থাকলেও, তা আছে বাইরে আরেকটি থলেতে।

ফাতেমা আরও জানন, আমার জীবনের প্রথম এমনটা দেখলাম। আমি সত্যিই অবাক হয়ে গেছি। খবরটি এলাকায় ছড়িয়ে গেলে হুলস্থূল কাণ্ড দেখা দেয়। মেডিকেলের সামনে উৎসুক জনতার ভীড় জমে যায়।

শিশুটি জন্মের পর ক্লিনিকের আয়া ইদন বেগম তার নাভি কেটেছেন। তিনি জানান, জন্মের পর বাচ্চাটিকে আমার হাতে তুলে দেয়া হয়। বাইরে এনে নাভি কেটেছি। তার ওজনসহ বাকি সবকিছু স্বাভাবিক আছে। মুখে হাসিও দেখেছি। নাভি কাটার পর তাদের স্বজনদের হাতে তুলে দেয়া হয়েছে।

ওই প্রসূতির দুলাভাই আলামিন জানান, তার একটি ছেলে সন্তান আছে। গর্ভধারণের ১৫ সপ্তাহ পরে আলট্রাসোনোগ্রামের মাধ্যমে জানতে পারি ভ্রুণটি অদ্ভুত আকৃতির। সদ্য জন্ম নেয়া শিশুটির মাথা নেই বললেই চলে, কপাল থেকেই শেষ হয়েছে। মগজ আলাদাভাবে একটি থলেতে আছে।

মহানন্দা ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক শ্রী নন্দন কুমার কর্মকার জানান, দীর্ঘ ১২ বছর ধরে আমাদের ক্লিনিকে বহু সিজার হয়েছে। কিন্তু নাসির হোসেনের জিন্নাতুন খাতুন দম্পতির শিশুটি অদ্ভুত আকৃতি অঙ্গ নিয়ে জন্ম নিয়েছে। বর্তমানে মা শিশু দুইজনেই সুস্থ রয়েছে।

বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন (বিএমএ) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মেডিসিন বিশেষজ্ঞ ডা. গোলাম রাব্বান জানান, দেশজুড়ে এমন ঘটনা খুবই বিরল। উভয় লিঙ্গ নিয়ে জন্ম নেয়ার ঘটনা চিকিৎসা বিজ্ঞানে একেবারেই অদ্ভুত। মাথার খুলির পরিপক্বতা না পেলে মগজ আলাদা হয়ে থাকতে পারে।

করোনায় আক্রান্ত হয়ে ঝালকাঠিতে বিচারকের মৃত্যু

কোন মন্তব্য নেই

বুধবার, জুলাই ২৮, ২০২১


ঝালকাঠি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোসম্মৎ সানিয়া আক্তার (২৯) করোনায় আক্রান্ত হয়ে আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যুবরণ করেছেন। তিনি গত ১২ জুলাই থেকে করোনায় আক্রান্ত ছিলেন। তাঁর স্বামী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এইচএম ইমরানুর রহমানও করোনায় আক্রান্ত ছিলেন। 

সানিয়া আক্তারের শ্বাসকষ্ট বেড়ে গেলে তাঁকে বরিশাল শেবাচিম হাসপাাতালের করোনা ইউনিটে ভর্তি করানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জজ আদালতের নাজির আবুল কালাম। তাঁর মৃত্যুতে ঝালকাঠির বিচার অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোসম্মৎ সানিয়া আক্তারের স্বামী এইচএম ইমরানুর রহমান ঝালকাঠিতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট হিসেবে কর্মরত আছেন। কক্ষ সংকটের কারণে স্বামী-স্ত্রী একই এজলাস আগে পরে ব্যবহার করে বিচার কার্য পরিচালনা করতেন। সানিয়া আক্তারের বাড়ি নারয়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার হোগলাকান্দা গ্রামে। স্বামী এইচএম ইমরানুর রহমানের বাড়ি বরিশালের মুলাদীতে। তাঁদের কোন সন্তান ছিল না। তবে সানিয়া আক্তার আট মাসের অন্তঃস্বত্ত্বা ছিলেন।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ.এইচ.এম ইমরানুর রহমান জানান, আজ বুধবার বিকালে আমার স্ত্রী সানিয়া আক্তারের মরদেহ নারায়নগঞ্জের আড়াইহাজার উপজেলার গ্রমের বাড়িতে নিয়ে যাওয়া হবে । সেখানে নামাজের জানাজা শেষে লাশ আমার গ্রামের বাড়িতে নিয়ে আসা হবে । বৃহস্পতিবার আমার গ্রামের বাড়ি মুলাদী উপজেলার টুংচর গ্রামে দাফন সম্পন্ন হবে ।

বিচার বিভাগে সদালাপী ও মিষ্টভাষী হিসেবে সানিয়া আক্তারের সুনাম ছিল। তিনি আইনজীবী ও বিচারপ্রার্থীদের সাথে ভালো আচরন করতেন। তিনি ২০১৮ সালের ১ মার্চ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ১০ম ব্যাচের বিচারক হিসেবে বিচার বিভাগে যোগদান করেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 

তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন, ঝালকাঠি -২ আসনের সংসদ সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আলহাজ্ব আমির হোসেন আমু, জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ এবং ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল মান্নান (রসুল) ও সাধরণ সম্পাদক আঃ সঃ মঃ মোস্তাফিজুর রহমান (মনু)।

করোনা টিকা নিলেন নেছারাবাদী হুজুর, রেজিস্ট্রেশন বেড়ে ১৫০০ জনে

কোন মন্তব্য নেই

বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১১, ২০২১


ঝালকাঠিতে
তৃতীয় দিনে বেড়েছে করোনা প্রতিরোধের টিকা গ্রহণ। সদর হাসপাতালসহ জেলার তিন উপজেলায় তিন দিনে রেজিস্ট্রেশনকারী ৩৫০ জন করোনা টিকা নিয়েছেন। এর মধ্যে মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত দুই শতাধিক মানুষ টিকা নিয়েছেন

আজ মঙ্গলবার সকালে টিকা নিয়েছেন নেছারাবাদ ট্রাস্ট্রের চেয়ারম্যান এনএস কামিল মাদ্রাসার ব্যবস্থাপনা পরিষদের সভাপতি আমিরুল মুসলিহীন মাওলানা খলীলুর রহমান নেছারাবাদী হুজুর। সকালে তিনি সদর হাসপাতাল থেকে টিকা নিয়ে সুস্থ আছেন।

টিকা নিতে আসা কয়েকজন ব্যক্তি জানান, তাদের শরীরে টিকা পুশ করার পরে ৩০ মিনিট করে বিশ্রামে থেকেছেন। টিকায় কোন পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি। তাঁরা প্রত্যেকেই ভাল সুস্থ আছেন। টিকা নিতে ভয়ের কিছুই নেই বলেও জানান তাঁরা

নলছিটি উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিউলি পারভীন বলেন, আমরা টিকা নিতে সবধরনের প্রচারণা চালাচ্ছি। টিকায় কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। যারা টিকা নিয়েছেন, সবাই সুস্থ আছেন। সব শ্রেণির মানুষকে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি

এদিকে ঝালকাঠি জেলায় পর্যন্ত টিকা নিতে এক হাজার ৫০০ মানুষ রেজিস্ট্রেশন করেছেন। রেজিস্ট্রেশন ছাড়াও ৪০ বছরের বেশি বয়সী মানুষ জাতীয় পরিচয়পত্র নিয়ে আসলে তাৎক্ষণিকভাবে তাদের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী।

ইউপি নির্বাচন: কুয়াশা ভোরে দোয়া ও সমার্থন প্রত্যাশায় নবীনদের প্রচারনা

কোন মন্তব্য নেই

রবিবার, জানুয়ারি ২৪, ২০২১

ভোটের আগে হাইভোল্টেজদের বিপরীতে নতুন নেতৃত্বের আশায় প্রান পেয়েছ সাধারণ মানুষ। ভোটের আগে শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে ভোট-রাজনীতি ঘিরে তাপ উত্তাপ শুরু হয়েছে। কাক ডাকা ভোর থেকে চায়ের দোকানে আলোচনা কুয়াশা স্বাভাবিক হলেই বেরিয়ে পড়ে মনোনয়ন প্রত্যাশী ইউপি সদস্যরা। দোয়া ও সমর্থন চেয়ে বাড়ি ও বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে নারী ও পুরুষ ভোটারদের সাথে চলে খোশআলাপ।

নির্বাচনের বাকি তিন মাস। তবে ইউপি সদস্যদের মাঠ গোছানো এখনই মুখ্যসময়। পরবর্তী সময়ের নেতৃত্ব দেওয়া ও সুখ দুঃখে পাশে থাকার প্রথম পরীক্ষায় এগিয়ে থাকে নতুনরা আর সাধারণ ভোটারের কাছথেকে নেতৃত্ব দেয়া পুড়নো প্রার্থীদের এ পরীক্ষায় নিতে হয় লুচপেপার পযর্ন্ত। কষতে হয় আনেক হিসেব কিতাব।

ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ছত্রকান্দা একাংশে দোয়া ও সমর্থন চেয়ে ওয়ার্ক করেছে মনজুর মোর্শেদ (ফারমি) শিকদার। ফারমি বেরপাশা শিকদার বাড়ির মরহুম আমির হোসেন শিকদারের ছেলে।

ফারমি এর আগে তার নির্বাচনী ওয়ার্ডে বাড়ি বাড়ি পোস্টার এবং এলাকার মুলমুল পয়েন্টে ফেস্টুন দিয়ে ওয়ার্ডবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা করে। এরপরে এটাই ছিল স্থানীয় ভোটারদের কাছে দোয়া সমর্থন প্রত্যাশার নিয়মিত ওয়ার্কের আংশবিশেষ। 

নতুন নেতৃত্ব ও নীতি-আদর্শে এগিয়ে থাকা এই তরুণ জনপ্রতিনিধি মনজুর মুরশেদ ফারমি জানায়, অবহেলা ও সঠিক নেতৃত্বের অভাবে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত এ ওয়ার্ডের লোকজনের পাশে থেকে কজ করতে চাই। নির্বাচনে জয়ী হলে তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে এ ওয়ার্ডটিকে একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তোলার কথা জানান তিনি।

স্থানীয়রা বলছেন, ব্যক্তি ও বতর্মান রাজনৈতিক জীবনেও তিনি একজন সৎ মানুষ। তবে তার নিজের ইচ্ছা নতুন এ ওয়ার্ডটিকে আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে স্বল্প ও দীর্ঘমেয়াদে যে সব পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন প্রয়োজন সবই তিনি করবেন এমনটাই প্রত্যাশা এলাকার সাধারণ ভোটারদের।

পরীক্ষার জন্য টিকা উৎপাদনের অনুমতি পেয়েছে গ্লোব

কোন মন্তব্য নেই

বুধবার, জানুয়ারি ০৬, ২০২১


পরীক্ষামূলক প্রয়োগের জন্য করোনাভাইরাসের টিকা উৎপাদনের অনুমতি পেয়েছে বাংলাদেশের গ্লোব বায়োটেক লিমিটেড

গত ২৮ ডিসেম্বর তাদের এই অনুমতি দেওয়া হয় বলে গ্লোব বায়োটেক লিমিটেডের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইনচার্জ . আসিফ মাহমুদ জানিয়েছেন

তিনি বলেনক্লিনিক্যাল ট্রায়ালের জন্য টিকা উৎপাদনের যে লাইসেন্স, তা আমরা পেয়েছি এখন ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদে (বিএমআরসি) প্রটোকল জমা দেব সামনের সপ্তাহে এরপর ট্রায়াল শুরু করা হবে

চলতি জানুয়ারি মাসের মধ্যেই গ্লোবের টিকা বঙ্গভ্যাক্সেরক্লিনিক্যাল ট্রায়ালশুরু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন . আসিফ

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam