ঝালকাঠিতে এনএসআই'র যুগ্মপরিচালক মো.আবদুল কাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে রবিবার ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আবদুল কাদের টানা ছয় বছর ঝালকাঠিতে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। বদলীর কারণে তাঁর নতুন কর্মস্থল পিরোজপুর।
ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী সম্মাননা স্মারক তুলে দেন। অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল ইসলাম, নলছিটির উপজেলা চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, রাজাপুরের উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরউজ্জামান, এনএসআই'র নতুন উপপরিচালকসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
সুত্র: সূর্যালোক নিউজ