ঝালকাঠিতে তৃতীয় দিনে বেড়েছে করোনা প্রতিরোধের টিকা গ্রহণ। সদর হাসপাতালসহ জেলার তিন উপজেলায় তিন দিনে রেজিস্ট্রেশনকারী ৩৫০ জন করোনা টিকা নিয়েছেন। এর মধ্যে মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত দুই শতাধিক মানুষ টিকা নিয়েছেন।
আজ মঙ্গলবার সকালে টিকা নিয়েছেন নেছারাবাদ ট্রাস্ট্রের চেয়ারম্যান ও এনএস কামিল মাদ্রাসার ব্যবস্থাপনা পরিষদের সভাপতি আমিরুল মুসলিহীন মাওলানা খলীলুর রহমান নেছারাবাদী হুজুর। সকালে তিনি সদর হাসপাতাল থেকে টিকা নিয়ে সুস্থ আছেন।
টিকা নিতে আসা কয়েকজন ব্যক্তি জানান, তাদের শরীরে টিকা পুশ করার পরে ৩০ মিনিট করে বিশ্রামে থেকেছেন। টিকায় কোন পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি। তাঁরা প্রত্যেকেই ভাল ও সুস্থ আছেন। টিকা নিতে ভয়ের কিছুই নেই বলেও জানান তাঁরা।
নলছিটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিউলি পারভীন বলেন, আমরা টিকা নিতে সবধরনের প্রচারণা চালাচ্ছি। টিকায় কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। যারা টিকা নিয়েছেন, সবাই সুস্থ আছেন। সব শ্রেণির মানুষকে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
এদিকে ঝালকাঠি জেলায় এ পর্যন্ত টিকা নিতে এক হাজার ৫০০ মানুষ রেজিস্ট্রেশন করেছেন। রেজিস্ট্রেশন ছাড়াও ৪০ বছরের বেশি বয়সী মানুষ জাতীয় পরিচয়পত্র নিয়ে আসলে তাৎক্ষণিকভাবে
তাদের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী।