Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

পৌর এলাকার পশ্চিম চাঁদকাঠি মাদকমুক্ত ওয়ার্ড ঘোষণা

বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ০৪, ২০২১

/ by DNN24LIVE


ডিএনএন ডেস্ক: ঝালকাঠিতে মাদক ছেড়ে পাঠ্যাভ্যাস গড়তে পথ লাইব্রেরীর রিডিং ডায়াস উদ্বোধন, মাদক বিরোধী রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী মাদকবিরোধী শপথপাঠ অনুষ্ঠিত হয়েছে 

বৃহস্পতিবার বিকেলে শহরের শেখ মুজিব সড়কে ইমদাদুল হক মিলন স্ট্রিট লাইব্রেরী এন্ড রিডিং ডায়াস এর আয়োজন করে

ইমদাদুল হক মিলন স্ট্রিট লাইব্রেরী এন্ড রিডিং ডায়াস লাল ফিতা কেটে এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. জোহর আলী

জেলা যুবলীগের আহবায়ক ও কাউন্সিলর রেজাউল করীম জাকির এতে সভাপতিত্ব করেন

বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন্নাহার, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, জেলা যুবলীগের আহ্বায়ক ১নং ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর রেজাউল করিম জাকির, যুবউন্নয়নের উপপরিচালক মিজানুর রহমান, ভাইসচেয়ারম্যান মইন তালুকদার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহকারী পরিচালক এনায়েত হোসেন, সচেতন নাগরিক কিমিটির সভাপতি হেমায়েত উদ্দিন হিমু, প্রেসক্লাব সাধারন সম্পাদক এডভোকেট আককাস সিকদার, সুশাসনের জন্য নাগরিকের সভাপতি ইলিয়াস সিকদার ফরহাদ

সংগঠনের সভাপতি ইসমাইল হোসেন রুবেল পরিচালনায় করেন। বিশেষ অতিথির বক্তৃতাকালে ইউএনও সাবেকুন্নাহার পৌর এলাকার ১নং ওয়ার্ড পশ্চিম চাঁদকাঠিতে মাদকমুক্ত ওয়ার্ড ঘোষণা করেন

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam