ঝালকাঠি জেলা ইসলামী ছাত্রআন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ২০২০ সালের কমিটি বিলুপ্ত করে ১৫ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়।
শনিবার সকাল ১১টায় শহরের টিএন্ডটি রোডস্থ একটি কনভেনশন সেন্টারে জেলা ইসলামী ছাত্রআন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ইসলামী শাসনতন্ত্র ছাত্রআন্দোলন কেন্দ্রীয় কমিটির সেক্রেটারী জেনারেল শেখ মুহাম্মদ আল আমিন ঝালকাঠি জেলা ছাত্রআন্দোলনের ২০২০ সালের কমিটি বিলুপ্ত করে ২০২১ সালের জন্য এম নাইম খানকে সভাপতি, মোস্তাফিজুর রহমানকে সহসভাপতি ও মো. রবিউল ইসলামকে সেক্রেটারী করে ১৫ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করেন। পরবর্তিতে নেতৃবৃন্দকে সমন্বয় করে পুর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেন।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক কেএম শরীয়তুল্লাহ, শুরা সদস্য মো. রেজাউল করীম, হাফেজ আরিফ বিল্লাহ, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ মো. আলমগীর, সেক্রেটারী মো. শাখাওয়াত হোসেন, জেলা যুবআন্দোলন সেক্রেটারী ইব্রাহিম আল হাদী, শ্রমিক আন্দোলন সভাপতি আ. কুদ্দুস।
সংগঠনের
জেলা সভাপতি এম নাইম
খানের সভাপতিত্বে সেক্রেটারী রবিউল ইসলামের সঞ্চালনায়
বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সহসভাপতি
মোস্তাফিজুর রহমান।
