প্রথম ধাপের ৩৭১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৩১ জন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করছেন। এখন কেবল আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়ার বাকি। রবিবার রাতে এমন তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের যুগ্ম সচিব (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান। খবর বাংলানিউজের।
মাঠ পর্যায় থেকে পাঠানো তথ্য একত্রিত করে তার পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে, মনোনয়ন বাছাইয়ের পর ইউপি চেয়ারম্যান পদে একজন করে বৈধ প্রার্থী রয়েছে এমন ইউপির সংখ্যা ৩১টি। অর্থাৎ ৩১ জন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আগামী ২৪ মার্চ, তাদের কেউ প্রার্থিতা প্রত্যাহার না করলে, তাদের বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করবেন রিটার্নিং কর্মকর্তারা। প্রতিবেদনে আরও বলা হয়েছে, চেয়ারম্যান পদে সর্বমোট মনোনয়নপত্র দাখিল করেছিলেন ১ হাজার ৭৫০ জন প্রার্থী। তাদের মধ্যে ১৯ মার্চ বাছাইয়ে বাতিল হয়েছেন ৭০ জন। অর্থাৎ বৈধ প্রার্থী রয়েছেন ১ হাজার ৬৮০ জন।
আগামী ১১ এপ্রিল প্রথম ধাপের ইউপিতে ভোটগ্রহণ করবে ইসি। ৩১টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনের ভোটগ্রহণ করার কথা রয়েছে।
