বাল্যবিবাহ আমাদের দেশে দারিদ্রের দুষ্ট চক্রের মতোই৷ সাধারণত গ্রামাঞ্চলে সুন্দরি মেয়েরাই এর কবলে পড়ে বাল্যবিবাহের স্বীকার হয়৷ যে মেয়ের কম বয়সে বিয়ে হয়, সে মেয়ে তার পরবর্তি প্রজন্মগুলোও কম বয়সে বিয়ে দিয়ে থাকে৷ এতে তারা তাদের সমাজে একটা গৌরববোধ করাসহ আনন্দবোধও করে৷ তাড়াতাড়ি মেয়ে বিয়ে দিতে পারলেই যেন ইজ্জত রক্ষা পেল! প্রতিবেশীর কাছে নিজের গ্রহণযোগ্যতাটাও যেন বেড়ে গেল!
গ্রামাঞ্চলের সুন্দরি মেয়েরাই বেশিরভাগ বাল্যবিবাহের কবলে পড়ে৷ অনেক সময় সে সুন্দরি মেয়েদের কন্যা সন্তানগুলোও সুন্দরি হওয়ায় তারাও তাদের মেয়েগুলোকে বাল্যবিবাহ দিয়ে থাকে৷
এসব বিষয়ে বাংলাদেশে বাল্যবিবাহ প্রতিরোধ (সিইএমবি) প্রকল্পের ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদে বুধবার সকালে জেন্ডার সমতা, শিশু সুরক্ষা, বাল্যবিবাহ আইন এবং কর্মপরিকল্পনা চ্যাম্পিয়ন মাতা-পিতাদের প্রশিক্ষনে সভা অনুষ্ঠিত হয়েছে।
প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের বাস্তবায়নে সভায় প্রধান আতিথি ইউনিয়নের চেয়ারম্যান একেএম জাকির হোসেন জেন্ডার সমতা, শিশু সুরক্ষা, বাল্যবিবাহের কুফল বিষয়ে সচেতন করেন।
প্রশিক্ষনে ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আলতাব হোসেন সভাপতিত্ব করেন। এসময় ইউনিয়ন কো-অর্ডিনেটর মাহমুদা খানম উপস্থিত ছিলেন।
প্রশিক্ষন শেষে ইউনিয়নের নয়টি ওয়ার্ডে ১৮ জন অংশগ্রহনকারীর মাঝে ব্যাগ, ছাতা, ডাইরী, কলম বিতারন করা হয়।
