রাজাপুরে আউট অফ স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৩ মার্চ সকালে রাজাপুর উপজেলা পরিষদ সভাকক্ষে জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর আয়োজন করেন।
রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোক্তার হোসেন এর সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মনিরউজ্জামান, বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়্যারম্যান মোঃ জিয়া হায়দার খান লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, এসিল্যান্ড অনুজা মন্ডল, জেলা উপআনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সহকারী পরিচালক সুবিমল চন্দ্র হালদার উপস্থিত ছিলেন।
রাজাপুর উপজেলা প্রশাসন রাজাপুর ও জেলা উপআনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ঝালকাঠির সহযোগীতায় রাজাপুর উপজেলায় ভোসড কর্তৃক বাস্তবায়নাধীন অবহিকরন কর্মশালায় জেলা প্রোগ্রাম হেড ভোসড মোঃ মেহেদী হাসান স্বাগত বক্তব্য দেন।
