বরিশাল নগরীতে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। একইসঙ্গে মাঠে থাকছে অতিরিক্ত ১০ নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বৃহস্পতিবার
(১৯ আগস্ট) দুপুরে বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বিষয়টি নিশ্চিত করেছেন।
ইউএনওর
বাসভবনে হামলার ঘটনার পর নিরাপত্তার কথা চিন্তা করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিজিবি
ও অতিরিক্ত ম্যাজিস্ট্রেট চাওয়া হয়।
এর
পরিপ্রেক্ষিতে খুলনার জোন থেকে ১০ প্লাটুন বিজিবি রওনা হয়েছে। এছাড়া পিরোজপুর ও পটুয়াখালী
থেকে ১০ নির্বাহী ম্যাজিস্ট্রেট আসছে।