Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

শ্রাবণেও আশার ইলিশে নিরাশা, নিষেধাজ্ঞা শেষে নদীতে ইলিশ ধরা শুরু

সোমবার, অক্টোবর ২৫, ২০২১

/ by DNN24LIVE

২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাত থেকে পদ্মা-মেঘনাসহ নদনদীতে ইলিশ ধরা শুরু হচ্ছে।

ইলিশের প্রধান প্রজনন মৌসুম রক্ষায় অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। নিষেধাজ্ঞার সময় শেষ হওয়ায় ২৫ অক্টোবর রাত ১২টা মিনিট থেকে ইলিশ ধরতে পারবেন জেলেরা।

মৎস্য বিভাগ জানিয়েছে, বছর মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে এবার হাজার ৮৯২টি মোবাইল কোর্ট ১৫ হাজার ৩৮৮টি অভিযান চালানো হয়েছে। ৮৮৪ লাখ মিটার অবৈধ জাল আটক করা হয়েছে।

মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন গণমাধ্যমকে বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে গত অক্টোবর থেকে ২৫ অক্টোবর মধ্যরাত পর্যন্ত সারা দেশে ইলিশ মাছ আহরণ, পরিবহণ, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় বিনিময় নিষিদ্ধ করা হয়েছিল। আজ মধ্যরাতে সেই নিষেধাজ্ঞা শেষ হচ্ছে। এর পর ইলিশ ধরায় কোনো বাধা থাকবে না।

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam