করোনাকালীন
বাল্য বিয়ের আশংকা জনক হার বৃদ্ধি, প্রয়োজন কঠোর সামাজিক ও রাজনৈতিক পদক্ষেপ এ স্লোগানকে
সামনে রেখে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২১ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার
(২১ অক্টোবর) সকাল ১০ টায় নলছিটি চায়নামাঠ সড়ক ফিরোজা আমু স্মৃতি সাংস্কৃতিক কেন্দ্র
ও পাঠাগার কার্যালয়ের সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভা
শেষে নারী উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ৫ জন নারীকে সম্মাননা পদক প্রদান
করা হয়।
প্রধান
অতিথির বক্তব্য দেন পিএফজি নলছিটি উপজেলা কমিটির অ্যাম্বাসেডর এডভোকেট আনিসুর রহমান
খান হেলাল। প্রধান বক্তা ছিলেন নলছিটি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোর্শেদা লস্কর।
আন্তর্জাতিক
গ্রামীণ নারী দিবস উৎযাপন ঝালকাঠি জেলা কমিটির সম্পাদক মোঃ খলিলুর রহমান মৃধার সভাপতিত্ব
করেন।
অন্যান্যের
মধ্যে বক্তব্য রাখেন উপজেলা তথ্য কেন্দ্রের তথ্য আপা ইসরাত জাহান দোলন, সুজন সুশাসনের
জন্য নাগরিক নলছিটি উপজেলা কমিটির সম্পাদক প্রভাষক মোঃ আমির হোসেন, পিএফজি সদস্য মোঃ
মাহমুদ্দুল্লাহ, নারী নেত্রী সোনিয়া আরজু ও ইয়োথ লিডার সাথি আক্তার প্রমুখ।