দীর্ঘ
১৮ মাস পর সশরীরে ক্লাস কার্যক্রম শুরু করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়। ২১ অক্টোবর বৃহস্পতিবার
সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা শ্রেণি কক্ষে উপস্থিত হয়ে ক্লাস শুরু করেন। শিক্ষার্থীদের
উপস্থিতিতে আবারও সরব হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
বিশ্বব্যাপী
করোনা মহামারির শুরুতে ২০২০ সালের ১৭ মার্চ দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের
ন্যায় বন্ধ ঘোষণা করা হয়েছিল বরিশাল বিশ্ববিদ্যালয়। করোনার মধ্যে ভার্চুয়ালী ক্লাস
চললেও এ নিয়ে প্রশ্ন আর অভিযোগের অন্ত ছিলো না শিক্ষার্থী এবং অভিভাকদের।
করোনা
পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে চলতি বছরের গত ৪ অক্টোবর খুলে দেয়া হয় বিশ্ববিদ্যালয়ের
আবাসিক হলগুলো। তার আগেই সশরীরে পরীক্ষা কার্যক্রম শুরু করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার
সশরীরে ক্লাস কার্যক্রম শুরুর পরে সকাল ১১টার দিকে বিভিন্ন বিভাগে ক্লাস কার্যক্রম,
স্বাস্থ্যবিধি এবং শিক্ষার্থীদের উপস্থিতি পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
প্রফেসর ড. ছাদেকুল আরেফিন। তিনি শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং স্বাস্থ্যবিধি
মেনে ক্লাস করার নির্দেশ দেন।
সশরীরে
ক্লাস কার্যক্রমের শুরুতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য মাস্ক পড়ার বিষয়ে
এবং হ্যান্ড স্যানেটাইজারের বিষয়ে কঠোরভাবে জোড় দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের
উপাচার্য ছাদেকুল আরেফিন।
তিনি
বলেন, কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের কঠোর
নির্দেশ দেয়া হয়েছে। আমাদের মেডিকেল সেন্টারে টিকা কেন্দ্র করে যারা এখনো টিকা নিতে
পারেনি তাদের টিকা দেয়ার বিষয়ে চিঠি দেয়া হয়েছে। আমরা চাচ্ছি আমাদের মেডিকেল সেন্টারে
টিকা কেন্দ্র করে টিকা দেয়ার বিষয়টি নিশ্চিত করা হোক।
এদিকে,
সশরীরে ক্লাস কার্যক্রমের মাধ্যমে করোনাকালীন শিক্ষা ব্যবস্থায় যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে
ওঠা সম্ভব হবে বলে আশাবাদী শিক্ষার্থীরা।