Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

ঝালকাঠিতে শিক্ষার্থীদের জন্য করোনার ভ্যাকসিন  মজুদ

মঙ্গলবার, অক্টোবর ১৯, ২০২১

/ by DNN24LIVE


ঝালকাঠি জেলায় ১ লাখ ৪৫ হাজার ৮৩০ টি করোনার ভ্যাকসিন মজুদ রয়েছে। এর মধ্যে সিনোফার্মা ১ লাখ ৩৫ হাজার এবং ফাইজার ১০ হাজার ৮৩০ টি। ঝালকাঠিতে এই মজুদ দিয়ে ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দেয়া যায় বলে জানিয়েছেন ঝালকাঠি সিভিল সার্জন ডাঃ রতন কুমার ঢালী।

তিনি বলেন, সরকারি নির্দেশনা পেলে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক টিকা প্রদান করার কর্মসূচি শুরু করা যাবে। জেলায় গত ১৯ জুন থেকে এ পর্যন্ত প্রথম ডোজ ১ লাখ ৮০ হাজার ৫৮০ জনকে ভ্যাকসিন  প্রদান করা হয়েছে। দ্বিতীয় ডোজ ৯০ হাজার ৭২২ জনকে দেয়া হয়েছে।

জেলার ৪ টি উপজেলার মধ্যে ঝালকাঠি সদর উপজেলায় ৪৭ হাজার ৭৭৭ জন, নলছিটি উপজেলায় ৫১ হাজার ১৩৫ জন , রাজাপুর উপজেলায় ৪৭ হাজার ২০৪ জন ও কাঠালিয়া উপজেলায় ৩৪ হাজার ৪০২ জন প্রথম ডোজের টিকা নিয়েছেন।

দ্বিতীয় ডোজের মধ্যে সদর উপজেলায় ২১ হাজার ৭৮৫ জন, নলছিটি উপজেলায় ২১ হাজার ৫৭৫ জন, রাজাপুর উপজেলায় ২৮ হাজার ৯৩ জন এবং কাঠালিয়া উপজেলায় ১৯ হাজার ২৬৯ জন টিকা নিয়েছেন।

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam