বাংলাদেশ
বক্সিন ফেভারেশনের সাবেক সাধারণ সম্পাদক ও অলিম্পক এসোসিয়শনের সদস্য এম এ কুদ্দুস খানকে
ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির প্রকাশনা "মহানায়ক" উপহার দিয়েছে সমিতির
নেতৃবিন্দরা।
মঙ্গলবার
সকালে ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতিতে এক সৌজন্য সাক্ষাৎকালে তাকে সমিতির পক্ষে
প্রকাশনা "মহানায়ক" উপহার দেন সমিতির সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল ও কোষাধ্যক্ষ
রুহুল আমিন রুবেল মোহনা টেলিভিশন ঝালকাঠি জেলা প্রতিনিধি।
এ
সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির জেলা আহবায়ক এডভোকেট আনোয়ার হোসেন আনু, রমজানকাঠি
কারিগরি ও কৃষি কলেজের অধ্যক্ষ পীযূষ কান্তি মন্ডল, ব্যবস্থাপনা কমিটির সদস্য প্রভাষক
রিয়াজুল ইসলাম, ড. চিত্ত রঞ্জন সরকার প্রমুখ।