Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

রাজাপুরে মা ইলিশ শিকার করায় ৪ জেলের কারাদন্ড

সোমবার, অক্টোবর ১১, ২০২১

/ by DNN24LIVE

 

ঝালকাঠির রাজাপুরে ইলিশ প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করার অপরাধে চার জেলেকে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড ও একজনকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার গভীর রাত থেকে ভোর ৮ টা পর্যন্ত উপজেলার বাদুরতলা সংলগ্ন বিষখালী নদীতে অভিযান চালিয়ে এ দন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোক্তার হোসেন।

এ সময় জেলেদের থেকে ৫ হাজার মিটার কারেন্ট জাল, ৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়ে ও মাছ এতিমখানায় বিতরণ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সাজাপ্রাপ্তরা হলো পার্শ্ববর্তী নলছিটি উপজেলার চানপুরা এলাকার মোঃ খলিলুর রহমান (৫৫), হাফিজুল (২৬), আঃ মন্নান সিকদার (৫৯), রাজাপুর উপজেলার ডহরশংকর (নাপিতেরহাট) এলাকার আবুবকর হাং (৬০)। এছাড়া নলছিটি চানপুরা এলাকার রাসেল বেপারী (২০) জেলেকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রাজাপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জি এম সেলিম বলেন, মা ইলিশ রক্ষায় বিষখালী নদীর বিভিন্ন পয়েন্টে প্রতিনিয়ত দিনরাত অভিযান চলছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। আজকের চার জেলেকে ১ বছর করে কারাদন্ড ও একজনকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। চলমান অভিযানে কোনভাবেই কাউকে ছাড় দেওয়া হবে না।

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam