বরিশালেল মেহেন্দিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। উপজেলার ৩ নম্বর চরএককরিয়া ইউনিয়নের উত্তর চর দাদপুর গ্রামে সোমবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাড়ির পাশের মাঠে রাতে ব্যাটমিন্টন খেলার জন্য থাকা বিদ্যুতের তার থেকে সংযোগ নিতে গিয়ে স্থানীয় আব্দুল মাজেদ মাঝির ছেলে শাকিল মাঝি (২০) ও দুলাল মৃধার ছেলে অপু মৃধা (২৬) বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাদেরকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত্যু ঘোষণা করেণ।
রাত সাড়ে ৯টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত মেহেন্দিগঞ্জ থানা পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে পৌছে লাশ ২টি তাদের হেফাজতে নিয়েছেন।