Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

শৌলজালিয়া পরিদর্শনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার

বৃহস্পতিবার, অক্টোবর ২১, ২০২১

/ by DNN24LIVE

 

কাঠালিয়া শৌলজালিয়া ইউনিয়ন পরিষদে আকস্মিক পরিদর্শনে মান্যবর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আঃ রাজ্জাক।

বৃহস্পতিবার সকালে তার আগমনকে স্বাগত জানায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মাদ হোসেন রিপোন। পরে পরিষদে আগত সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন।

এসময় কাঠালিয়া উপজেলার নির্বাহী অফিসারের ব্যাক্তিগত সহকারী মোঃ সরোয়ার হোসেন, জেলা পরিষদ সদস্য কচুয়া মাঃ বিঃ প্রধান শিক্ষক এস, এম, আমিরুল ইসলাম লিটন, সকল ইউপি সদসবৃন্দ ইউপি সচিব হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর দফাদার মহল্লাদারবৃন্দ উপস্থিত ছিলেন।

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam