রাজাপুরে
সাড়ে ৩ বছরের শি*শু
ধ*র্ষণ চেষ্টার অভিযোগে মো. আসিফ খলিফা
(১৬) নামে এক কিশোরকে
গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যার দিকে উপজেলার বদনিকাঠি
এলাকার নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার
করা হয়।
শিশুটিকে
উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-এ বাংলা মেডিকেল
কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানাগেছে,
রবিবার সকাল সাড়ে ১০টার
দিকে রাজাপুর উপজেলার বদনিকাঠি এলাকায় একই বাড়ির মো.
লতিফ খলিফার ছেলে অভিযুক্ত মো.
আসিফ খলিফার ছোট বোন আমেনার
সাথে ভূক্তভোগী শিশুটি তার ঘরে খেলা
করতে যায়। এ সময়
অভিযুক্ত আসিফ ভূক্তভোগী শিশুটিকে
তার বসত ঘরের পাটাতনে
তুলে ধর্ষ*ণের চেষ্টা চালায়। এতে শিশুটি কান্নাকাটি
করিলে অভিযুক্ত আসিফ তাকে পাটাতন
থেকে নামিয়ে দেয়। শিশুটি তার
ঘরে গিয়ে মাকে জানায়।
এ ঘটনায় শিশুটির পরিবার বাদী হয়ে অভিযুক্তকে
আসামি করে রবিবার রাতেই
মামলা দায়ের করেন। ঐ মামলায় পুলিশ
আসিফকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়।
রাজাপুর
থানা ওসি তদন্ত আব্দুল
হালিম তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে
গ্রেপ্তার করা হয়েছে। সোমবার
সকালে তাকে ঝালকাঠি আদালতে
পাঠানো হয়েছে।