Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

ঝালকাঠিতে অবৈধভাবে টিসিবির পণ্য বিক্রির দায়ে ডিলারে’র কারাদণ্ড

সোমবার, অক্টোবর ১৮, ২০২১

/ by DNN24LIVE

 


সরকারের বরাদ্দ টিসিবির নিত্য পণ্য নির্ধারিত মূল্যে না দিয়ে কালো বাজারে বিক্রির অভিযোগে ঝালকাঠির ডিলার কবির আহম্মদকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

অভিযোগের ভিত্তিতে সোমবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ঝালকাঠির সিফাত এন্টারপ্রাইজের ডিলার কবির আহম্মদকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এনডিসি আহমেদ হাসান।

এসময় ডিলার কবিরের চাঁদকাঠির বাসভবন, পালবাড়ি দোকান ও শহরের এক বিক্রেতার দোকান থেকে কবিরের বিক্রি করা টিসিবির ১ বস্তা চিনি, ৪ বস্তা ডাল ও ২০ লিটার তৈলসহ বেশ কিছু মালামাল উদ্ধার করে ভ্রামমান আদালত।

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam