Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

করোনাভাইরাস: একদিনে বরিশালে আরও ২ রোগীর মৃত্যু

শনিবার, অক্টোবর ০৯, ২০২১

/ by DNN24LIVE
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ২ জন রোগীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল পর্যন্ত সেখানে চিকিৎসাধীন আছেন ৩১ জন রোগী। এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে সব শেষ নমুনা পরীক্ষায় ১.১১ ভাগ করোনা শনাক্ত হয়েছে। যা গত বছর পিসিআর ল্যাব স্থাপনের পর সর্বনিম্ন সংক্রমণের রেকর্ড।

হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, গতকাল শুক্রবার (৮ অক্টোবর) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল ২৯ জন রোগী। বিগত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন ৬ জন রোগী। ওই সময়ে নানা উপসর্গ নিয়ে ১০ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। বিগত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ২ জন রোগীর। আজ শনিবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল ৩১ জন রোগী।

এর আগে গতকাল শুক্রবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ১ জন, বৃহস্পতিবার ৩ জন, বুধবার মৃত্যু শূন্য, গত মঙ্গলবার ১ জন, সোমবার ৩ জন, রবিবার ৮ জন এবং শনিবার ৩ জনের মৃত্যু হয়। গত বছরের ১৭ মার্চ শেবাচিমে করোনা ওয়ার্ড চালুর পর এ পর্যন্ত ৭ হাজার ২৮৯ রোগী সেখানে ভর্তি হন। যার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ১ হাজার ৪০৯ জনের মৃত্যু হয়েছে।

এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে গতকাল শুক্রবার রাতে সব নমুনা পরীক্ষার রিপোর্টে ১৮০ জনের মধ্যে ২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১.১১ ভাগ। যা গত বছরের ৮ এপ্রিল বরিশালে আরটি পিসিআর ল্যাব চালুর পর সর্বনিম্ন শনাক্তের রেকর্ড। এর আগে গত ১৮ সেপ্টেম্বরও আরটি পিসিআর ল্যাবে ১.১১ ভাগ করোনা শনাক্ত হয়।

এর আগে গত বৃহস্পতিবার ২.৮৯ ভাগ, বুধবার ১৬.৩০ ভাগ, মঙ্গলবার ১.৪৩ ভাগ, সোমবার ৩.৫৯ ভাগ, রবিবার ৪.৮১ ভাগ এবং গত শনিবার ৮.০৪ ভাগ করোনা  শনাক্ত হয় আরটি পিসিআর ল্যাবে। মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে গত ৫ জুলাই সর্বাধিক ৭৩.৯৪ ভাগ করোনা শনাক্ত হয়।

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam