Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

গৌরনদীতে শিক্ষকের ওপর হামলাকারী সেই বখাটে যুবক গ্রেপ্তার

শনিবার, অক্টোবর ০৯, ২০২১

/ by DNN24LIVE
নিজস্ব প্রতিবেদক, বরিশাল >> বরিশালের গৌরনদীতে শিক্ষকের ওপর হামলাকারী সেই চিহ্নিত বখাটে নয়ন কর্মকারকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার দুপুরে জেলার গৌরনদী উপজেলার টরকী বন্দরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গৌরনদী মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ জানায়, স্থানীয় টরকী বন্দর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে দীর্ঘদিন থেকে উত্যক্ত করে আসছিলো সুন্দরদী গ্রামের পালপাড়ার দীপক কর্মকারের বখাটে পুত্র নয়ন কর্মকার। বিষয়টি ছাত্রীর অভিভাবকরা শিক্ষক কমল হালদারকে জানানো পর তিনি (শিক্ষক) বখাটে নয়ন কর্মকারকে সাশিয়ে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ওই বখাটে তার সহযোগিদের নিয়ে গত মঙ্গলবার দিবাগত রাতে শিক্ষক কমল হালদারের ওপর অতর্কিতভাবে হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে ডান হাত ভেঙে দেয়। স্থানীয়রা তাকে (শিক্ষক) উদ্ধার করে বরিশালের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।

আহত শিক্ষক কমল হালদার অভিযোগ করে বরিশালটাইমসকে বলেন, বিষয়টি অর্থের বিনিময়ে ধামাচাঁপা দেওয়ার জন্য স্থানীয় কতিপয় ব্যক্তি মরিয়া হয়ে উঠছে। ইতোমধ্যে তারা বখাটে নয়নের পক্ষালম্বন করে হাসপাতালে এসে এবং আমার ভাড়াটিয়া বাসায় গিয়ে পরিবারের সদস্যদের মামলা দায়ের না করার জন্য হুমকি অব্যাহত রেখেছে।’

The post গৌরনদীতে শিক্ষকের ওপর হামলাকারী সেই বখাটে যুবক গ্রেপ্তার first appeared on Barishal Times | বরিশালটাইমস.



from বরিশালের খবর | Barishal Times | বরিশালটাইমস https://ift.tt/3AvKkcV
Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam