সারাদেশে হিন্দুদের মন্দির, বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, লুটপাট ও প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে কাঠালিয়া রাধা গোবিন্দ্র কেন্দ্রীয় সেবাশ্রমে আজ শনিবার সকাল ৬টা থেকে দুপুর ১২ পর্যন্ত গন অনশন কর্মসূচী পালন করা হয়েছে।
পুজা উদয্পান পরিষদের সভাপতি বাবু বিমল সমাদ্দার, সাধারন সম্পাদক খগেন্দ্র ভুষন দাস, হিন্দু বৌদ্ধ খ্রষ্টান ঐক্য পরিষদের সভাপতি গৌতম চন্দ্র মন্ডল, সাধারন সসম্পাদক পবিত্র হাওলাদার, উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক এম এম তারিকুজ্জামানসহ ৬টি ইউনিয়নের সভাপতি সাধারন সম্পাদক ও বিভিন্ন নেত্রবৃন্দ অংশ নেয়।
কর্মসূচিতে বক্তারা সারাদেশে সাম্প্রদায়িক হামলা বন্ধ করার আহবান জানান। যারা এসব ঘটনার সঙ্গে জড়িত, তাদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান বক্তারা।