Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

লক্ষ্যমাত্রার চেয়ে কমছে ঝালকাঠি জেলার আউশ আবাদ

মঙ্গলবার, অক্টোবর ১২, ২০২১

/ by DNN24LIVE

 

ঝালকাঠি জেলায় এবছর লক্ষ্যমাত্রার চেয়ে ১২শ ৫০ হেক্টরে আউশ আবাদ কম হয়েছে। আবাদ শুরুর পর থেকেই খরার কারণে বীজতলা পুড়ে ক্ষতিগ্রস্থ আর রোপনের পর দুটি প্রাকৃতিক দূর্যোগে আউশ আবাদ ব্যহত হয়েছে দাবী করেছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তবে, বৈরি পরিস্থিতির মধ্যেও আউশ আবাদ থেকেও ৩২ হাজার ৯শ ৬৬ মে.টন চাল উৎপাদন হয়েছে। উৎপাদন গড় স্থানীয় জাত থেকে . মে.টন উচ্চ ফলনশীল জাত থেকে . মে.টন।

জেলার ১৪ হাজার ৪৯০ হেক্টরে আউশ আবাদ লক্ষমাত্রা নির্ধারণ করা হয়। এর মধ্যে উচ্চ ফলনশীল জাত ১৩ হাজার ৪শ হেক্টর স্থানয়ী হাজার ৪৫০ হেক্টর।

১২ হাজার ৫২৯ হেক্টরে উচ্চফলনশীল ১৪৭১১ হেক্টরে স্থানীয় জাতের আবাদ হয় জেলায়। সর্বাধিক আবাদ হয়েছে কাঠালিয়া উপজেলা ৪৮২০ হেক্টরে। অন্য ৩টি উপজেলার মধ্যে সদর উপজেলায় ১৩৭০ হেক্টরে রাজাপুর উপজেলায় ১২৮০ হেক্টরে এবং নলছিটি উপজেলায় ৪২২ হেক্টরে।

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam