Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

ঝালকাঠিতে ৬ জনের বিভিন্ন মেয়াদের সাজা

মঙ্গলবার, অক্টোবর ০৫, ২০২১

/ by DNN24LIVE


ঝালকাঠির চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সদর উপজেলার আলোকদিয়া গ্রামের মোঃ কাওছার কে পিটিয়ে ও কুপিয়ে আহত করার দায়ে ৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে।একই ইউনিয়নের কল্যাণকাঠি গ্রামের মোঃ বিল্লাল মৃধাকে (৩৪) ৪ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমান অনাদায়ে আরো ৬ মাস, একই গ্রামের মোঃ মিলন মৃধা (২৫) ও ছাদ্দাম হাওলাদারকে (২৬) তিন বছরের সশ্রম কারাদন্ড ও ৩ হাজার টাকা জরিমান অনাদায়ে ৩ মাস এবং বাজিতপুর গ্রামের রাহাত হাওলাদার (৩০), মোঃ রাজু হাওলাদার ও মোঃ সুমন হাওলাদার প্রত্যেককে ১ বছরে সশ্রম কারাদন্ড ও ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের দন্ডাদেশ প্রদান করেছেন।

এই আদালতের বিচারক চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ পারভেজ শাহরিয়ার ৪ আসামীর উপস্থিতিতে মঙ্গলবার  রায় ঘোষণা করেন। সাজা প্রাপ্তদের মধ্যে সুমন হাওলাদার ও মিলন মৃধা পলাতক রয়েছে।

(ডেস্ক/বাস/ঝাস)



from ঝালকাঠি সদর – Jhalokathi Somoy.com https://ift.tt/3uFujQF
Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam