Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

রাজাপুর ইউপি সদস্যকে ঘিরে উত্তেজনা, হতদরিদ্রেদের অবস্থান কর্মসূচি

মঙ্গলবার, অক্টোবর ০৫, ২০২১

/ by DNN24LIVE

 


খাদ্য বান্ধব কর্মসূচির ১০টাকা কেজির চালের তালিকা থেকে হতদরিদ্রদের নাম কর্তন করে স্থানীয় নব নির্বাচিত ইউপি সদস্য আলফুক্কার হাওলাদার তার আত্মীয়-স্বজন, প্রবাসী, সরকারি চাকুরীজীবি সহ সম্পদশালীদেও নাম তালিকায় অন্তরভুক্ত করে চাল বিতরনের অভিযোগ এনে রবিবার উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নে ৮নং ওয়ার্ডের হতদরিদ্ররা। অবস্থান কর্মসূচি শেষে নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছে বাদ পরা হতদরিদ্র পরিবারগুলো।

অভিযোগ সূত্রে জানা যায়, গত জুলাই মাসের ইউপি নির্বাচনের জের ধরে ইউপি সদস্য এলাকার সাস্প্রতিক খাদ্য বান্ধব কর্মসূচির ১০টাকা কেজির চাল বিতরনের তালিকা হালনাগাদের নামে তাদের নাম কর্তন করে তার কর্মী-সমর্থকদের নাম অন্তর্ভুক্ত করেছেন। এতে বাদ পরা হতদরিদ্র পরিবারগুলো সেপ্টেম্বর মাসে চাল না পাওয়ায় বিপাকে পড়ে বঞ্চিত দরিদ্র পরিবারগুলো। দ্রুত তদন্তসাপেক্ষে কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

উপজেলার মঠবাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বিষখালী নদী ভাঙ্গনে জমিজমা বসত বাড়ী হারানো হতদরিদ্ররা লিখিত অভিযোগে জানান, বিগত দিনে ১০ টাকা কেজির চাল পেয়ে আসছিলেন কিন্তু হঠাৎ করে ইউপি সদস্য আলফুক্কার হাওলাদার আমাদেরকে নতুন ইস্যুকৃত কার্ড না দিয়ে বলে তোমাদের নাম নাই। আমাদের নামে সরকারি অন্য কোন সাহায্যও বরাদ্দ নাই। মেম্বার সাহেব আপন স্বার্থে এলাকার চাকুরিজীবী, প্রবাসি, পাকা দালানের ঘর আছে এমন ভিজিডি ভোগীদের পুনরায় ১০ টাকার চালের কার্ড বরাদ্দ দেন। আমরা চাইতে গেলে তাকে ভোট দেই নাই বলিয়া খারাপ ভাষায় গালাগালি করেন।

এব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার মোক্তার হোসেন বলেন, আমি ইউপি সদস্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ হাতে পাইনি তবে বিষয়টি শুনেছি। অভিযোগ দেখে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam