Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

রাজাপুরে ‘পাকিস্তান’ বলে চিৎকার দেওয়ায় ভারতীয় সমর্থকদের হামলা

সোমবার, অক্টোবর ২৫, ২০২১

/ by DNN24LIVE

ঝালকাঠির রাজাপুরে ভারতীয় সমর্থকদের হামলায় পাকিস্তানের সমর্থক দুই ভাই আহত হয়েছেন। রোববার (২৪ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার সাংগর গ্রামের সাংগর স্কুল সংলগ্ন আলীম স্টোরের সামনে মাচ চলাকালীনপাকিস্তানবলে চিৎকার দেওয়ায় হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন-সাংগর গ্রামের আমীর হোসেন মৃধার ছেলে মো. কাশেম মৃধা (৩২) কামাল মৃধা (৪০)

প্রত্যক্ষদর্শীরা জানান, খেলায় পাকিস্তান যখন জিতে যাচ্ছিল তখন পাকিস্তানের সমর্থকরা উল্লাস করতে থাকেন এবং চিৎকার দেন। এতে ভারতীয় সমর্থকরা চটে যান। এনিয়ে দুই পক্ষের সমর্থকদের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে পাকিস্তানি সমর্থকদের ওপর হামলা চালান ভারতীয় সমর্থকরা। এতে দুই ভাই কাশেম কামাল আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কামাল মৃধা রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। কাশেম মৃধা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

রাজাপুর থানার ওসি (তদন্ত) আব্দুল হালিম তালুকদার বলেন, হামলায় দুজন একটু আহত হয়েছেন। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এখনো কোনো অভিযোগ পাইনি। পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সুত্র: জাগোনিউজ

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam