ঝালকাঠির
সুগন্ধা নদীর তীর থেকে অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে জাকির হোসেন (৩৫) অর্থদণ্ড দিয়েছে
ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার
সকালে দেউড়ি থেকে মাটি ভর্তি ট্রলারসহ তাকে আটক করে সদর উপজেলা নির্বাহী অফিসার সাবেকুন
নাহার।
জাকির
উপজেলার বাদলকাঠি এলাকার আলী হাসান এর ছেলে।
আটকের
পর ভ্রাম্যমান আদালত বসিয়ে ৭০ হাজার টাকা অর্থদন্ড দেয়। জরিমানার টাকা পরিশোধ না করায়
ট্রলার জব্দ করা হয়।
ভবিষ্যতে
নদীর তীর থেকে মাটির না কাটার জন্য সর্তক করেন সদর উপজেলা নির্বাহি অফিসার সাবেকুন
নাহার।
