Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

সংকট নিরসনে সাংবাদিক ও ডিসির বৈঠকে ইতিবাচক সঙ্কেত

মঙ্গলবার, অক্টোবর ০৫, ২০২১

/ by DNN24LIVE

 

সাংবাদিকদের বিরোধ মেটাতে জেলা প্রশাসকের সাথে স্থানীয় সাংবাদিক নেতাদের যৌথ বৈঠক হয়েছে। সংকট সমাধানে এখনি সুনির্দিষ্ট কোন সিদ্ধান্ত গৃহিত হয়নি। তবে সভায় সাংবাদিকদের মধ্যে বিরাজমান সংকট নিরসনের লক্ষ্যে প্রায় দু’ঘন্টা ব্যাপি তাদের দন্দের উত্থান পতনের জোরালো আলাপ হয়। এ সময় জেলা প্রশাসক মোঃ জোহর আলীও তাদের ফিরিস্তির কথা একাকিত্বে মনোযোগ সহকারে শোনেন পরে তিনিও গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন। তবে সমাধানের বিষয়ে ওই আলোচনায় চূড়ান্ত কোন সিদ্ধান্তে পৌছাতে না পারলেও বৈঠকে জেলা প্রশাসকের ইতিবাচক সঙ্কেতে দীর্ঘদিনের প্রত্যাশা পুরনের স্বপ্ন দেখছে সাংবাদিক নেতারা।

মঙ্গলবার (৫ আক্টবর) জেলা প্রশাসন সভাকক্ষে বিরাজমান সাংবাদিকদের সংকট নিরসনে সাংবাদিক নেতাদের সাথে প্রায় দু’ঘন্টা ব্যাপি আলোচনা হয়।

বৈঠকে ঝালকাঠি প্রেস ক্লাব, ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতি, জাতীয় সাংবাদিক সংস্থা, ঝালকাঠি জেলা শাখা ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ), ঝালকাঠি জেলা শাখা। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা তথ্য কর্মকর্তা মো: আহসান কবির, জাতীয় সাংবাদিক সংস্থা ঝালকাঠি জেলা শাখার সভাপতি ও দৈনিক দূরযাত্রা পত্রিকার সম্পাদক মোঃ জিয়াউল হাসান পলাশ, ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত, সহ-সভাপতি মানিক রায়, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক রিয়াজুল ইসলাম বাচ্চু প্রমুখ।

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam