Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজে শেখ রাসেল'র জন্মদিন পালন

সোমবার, অক্টোবর ১৮, ২০২১

/ by DNN24LIVE

 


নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান'র কনিষ্ঠ পুত্র শেখ রাসেল'র ৫৮তম জন্মদিন পালন করা হয়েছে।

সোমবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদান করেন প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক, কর্মচারী বৃন্দ। পরে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ ফেরদাউস।

প্রধান শিক্ষক মোহম্মদ জলিলুর রহমান আকন্দ'র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক বিধান চন্দ্র মন্ডল, মিলন কান্তি দাস, বিন ই আমিন, আমিনুল ইসলাম মাছুরা বেগম, শাহনাজ রহমান প্রমুখ।

এসময় কেএম আফজাল হোসেন, মোহম্মদ জাফর ইকবাল, তারেক আহমেদ খান,মোহম্মদ ইউসুফ আলী, মোহম্মদ মজিবুর রহমান,মরিয়ম আক্তার, জান্নাতুল ফেরদৌস,নাসরিন তালুকদার,কামরুল লায়েল,রুনা লায়লা রিপা,সালমা আক্তার, মোহম্মদ জামাল উদ্দীন, মুনসুর আলী উপস্থিত ছিলেন।

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam