Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

ঝালকাঠিতে বৃদ্ধ নারীর চিকিৎসায় অর্থ প্রদান

সোমবার, অক্টোবর ১৮, ২০২১

/ by DNN24LIVE

 


ঝালকাঠি সদর উপজেলার দরিদ্র বৃদ্ধ নারী জবেদা খাতুনের চোখ অপারেশনে আর্থিক সহায়তা করে পাশে দাড়িয়েছে এইট হিউম্যান ওয়েল ফেয়ার ফাউন্ডেশন ঝালকাঠি শাখা।

দীর্ঘদিন উপজেলার উদচরা গ্রামের এক বৃদ্ধ নারী বিনা চিকিৎসায় চোখে ছানি পড়াসহ নানা রোগে ভুগছিলেন। স্থানীয় সাংবাদিক ইমান বিমানের মাধ্যমে বিষয়টি জানতে পেরে ওই বৃদ্ধ নারীর পাশে দাঁড়ায় সংগঠনটি।

সোমবার সকালে শহরের শহীদ স্মরণি সড়কে (উন্নয়ন সংগঠন ঘাসফড়িং কার্যালয়ে) ওই বৃদ্ধ নারীর হাতে চিকিৎসা বাবত নগদ অর্থ তুলে দেয়া হয়।

এ সময় এইট হিউম্যান ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী সদস্য মো: তাজবিউল হাসান রিজভী, উন্নয়ন সংগঠন ঘাসফড়িং এর সভাপতি পলাশ রায়, টেলিভিশন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, ঝালকাঠি মিডিয়া ফোরামের সভাপতি মো: মনির হোসেন, সাংবাদিক রতন আচার্য্য, ইমান বিমান, মো: শামীম হোসেন ও সাংস্কৃতিক সংগঠক সুভাষ বিশ্বাস উপস্থিত ছিলেন।

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam