Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

শারদীয় দূর্গা পূজা উপলক্ষে চারুখানবাসীকে বাবু’র শুভেচ্ছা

সোমবার, অক্টোবর ১১, ২০২১

/ by DNN24LIVE

 


ঝালকাঠি নলছিটি - আসনের সংসদ সদস্য, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ১৪ দলীয় জোটের মুখপাত্র আলহাজ্ব আমির হোসেন আমু (এমপি) ৮নং গাবখান ধানসিঁড়ি ইউনিয়ন চ্যেয়ারমান মোঃ আবুল কামাল মাসুমের পক্ষ থেকে ৫নং ওয়ার্ডসহ ধানসিঁড়িবাসীকে শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ফয়সাল শিকদার বাবু।

তিনি তার নির্বাচনী হিন্দু অধ্যুষিত এলাকা চারুখানবাসী সহ সকলের সুখ, শান্তি সমৃদ্ধি কামনা করেন। দুর্গাদেবীর আগমনে সকল অপশক্তির বিনাশ হবে এই বসুন্ধরায় এই আশাবাদ ব্যাক্ত করেন। পাশাপাশি বাংলাদেশের সকল সাম্প্রদায়িক শক্তি, প্রতিক্রিয়াশীল গোষ্ঠী তাদের অপকর্ম থেকে সরে এসে দেশের কল্যাণে কাজ করবে বলে মনে করেন।

তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক বিরল দৃষ্টান্ত। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছেন।

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam