Responsive Ad Slot

Weather - Tutiempo.net
Union Parishod লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Union Parishod লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

আব্দুল মজিদ হাওলাদারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

কোন মন্তব্য নেই

সোমবার, এপ্রিল ২৫, ২০২২

ঝালকাঠি পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল মজিদ হাওলাদার এর প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গতবছর এইদিনে তিনি মৃত্যুবরণ করেন।


আব্দুল মজিদ হাওলাদার গাবখান ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আবুল কালাম মাসুম‘র পিতা।

বিশিষ্ট দানবীর ও সমাজ সেবক, ঝালকাঠি পৌরসভার সাবেক কাউন্সিলর ও জেলা বাস মালিক সমিতির সাবেক সভাপতি মরহুম আব্দুল মজিদ হাওলাদারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ।

গাবখান ধানসিঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জানিয়েছে।

মরহুমের রুহের মাগফেরাত কামনায় গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের বিভিন্ন মসজিদে, দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়েছে।

ধানসিঁড়িতে শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

কোন মন্তব্য নেই

মঙ্গলবার, অক্টোবর ১৯, ২০২১

 


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে ৮নং গাবখান ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদে আলোচনা সভা ও দোয়া মোনাজাত করেছে গাবখান ধানসিঁড়ি ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন নেতৃবিন্দ।

সোমবার সকালে ঝালকাঠি জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য গাবখান ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম মাসুম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

সভায় জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক জনাব Shahidul Islam ঝালকাঠি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ঝালকাঠি জেলা যুবলীগের সাবেক আহবায়ক Leyakat Ali Khan ঝালকাঠি জেলা ছাত্রলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক (সাবেক) জেলা যুবলীগের আঃরহিম তালুকদার (রাকিব)সহ ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান মাসুমে’র মধ্যস্থতায় ১১ বছর পর হাসঁল হিন্দু দুই’পরিবার

কোন মন্তব্য নেই

সোমবার, অক্টোবর ১৮, ২০২১

 

পরের জায়গা পরের জমিন/ ঘর বানাইয়া আমি রই/ আমি তো এই ঘরের মালিক নইঘরের মালিক যে প্রকৃত অর্থে কে, তা নিয়ে এই পৃথিবীতে কম বিপত্তি ঘটেনি। বলা যায়, মানুষে মানুষে সবচেয়ে বেশি দ্বন্দ্ব-বিবাদ হয়েছে জমি বা সম্পত্তির অধিকার নিয়ে। শিল্পী আবদুল আলীমের কণ্ঠে এই লোকগান অনেকেই নিশ্চয়ই শুনেছেন, গানে জমিদারি আমলে কৃষকের দুঃখ-দুর্দশার কথা আছে; জমি যেন কৃষকের মালিকানায় আসে, সেই আকুতিও এখানে আছে।

জমি একজনের কিন্তু অর্থাভাবে তাবেদারি করছিল অন্য কেউ। দুই ইউনিয়নের দুপরিবারে জমিজমার দ্বন্ধ অবশেষে ১১ বছর পর চেয়ারম্যানের মধ্যেস্থায় সমস্যার সমাধান করে দৃষ্টান্ত স্থাপন করলেন ৮নং ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম মাসুম।

রোববার বিকেলে ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদে দু’পক্ষের উপস্থিতে মানবিক চেয়ারম্যান মাসুমের মধ্যেস্থতায় এ দ্বন্ধের অবসান হয়।  

জানাযায়, ধানসিঁড়ি ইউনিয়নের পার্শ্ববর্তী শেখেরহাট ইউনিয়নের এক হত রিদ্র হিন্দু রিবারঅর্থাভাবের কারনে বাড়ীর জমি বাবত প্রতিবেশীর কাছে স্টাম্পে লিখিতর মাধ্যমে ৫৫ হাজার টাকা লোন নেয়। যা গত ১১ বছরে সুদাসলে তা গড়ায় লক্ষ টাকা। লোনের বোঝা মাথায় নিয়ে পরিবারটি নিদারুন কষ্টে দিন পাড় করছিলেন। এই অসহায়ত্বের কথা শুনে দু'‌টি রিবারকে ডাকা হয় ধানসিঁড়ি ইউনিয়ন রিষদে। দুপক্ষের কথা শুনে চেয়ারম্যান নিজ তহবিল থেকে এক লক্ষ টাকা দিয়ে লোনগ্রস্থ রিবারটিকে লোনমুক্ত করেন।

তার এই উদরতা সমা উন্নয়ন মানব সেবায় এক নতুন দৃষ্টান্ত বলে মনে করছে গুণীজনরা। বিষয়টি দেখে উপস্থিত জনতা অভিভূত হন।

চেয়ারম্যানের প্রতি খুশি ভুক্তভুগি পরিবারে জানায়, একজন মানবিক চেয়ারম্যানের প্রচেষ্টায় দির্ঘ ১১ বছরের দ্বন্ধ ভুলে দু’পরিবার এক হয়েছি। এমন চেয়ারম্যান প্রতিটি ইউনিয়নে থাকলে সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে।

চেয়ারম্যান আবুল কালাম মাসুম বলেন, আমার উদ্দেশ্য হলো আমার ইউনিয়নের অসহায় মানুষের পাশে থেকে তাদের সেবা করা পাশাপাশি প্রতিটি পরিবারের স্থায়ী ঠিকানা নিশ্চিত করাই একজন চেয়ারম্যানে দ্বায়িত্ব। আর এ ইউনিয়নের সকল নাগরিক সেবা সুনিশ্চিত করাই আমার মূল লক্ষ্য।

নব-নির্বাচিত চেয়ারম্যানদের অবহিতকরণ কোর্সের সনদ গ্রহণ

কোন মন্তব্য নেই

মঙ্গলবার, অক্টোবর ১২, ২০২১

 

জেলা প্রশাসক কার্যালয় আয়োজিত তিন দিনব্যাপী নব-নির্বাচিত চেয়ারম্যানদের ইউনিয়ন পরিষদ সর্ম্পকিত অবহিতকরণ কোর্স এর সমাপনীতে সনদ গ্রহণ করছেন ৮নং গাবখান ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম মাসুম।

মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয়ে নব-নির্বাচিত চেয়ারম্যানদের অবহিতকরণ কোর্স শেষে মোঃ জোহর আলী‘র হাত থেকে সনদ গ্রহণ তিনি।

উপজেলার দশটি ইউনিয়নের সকল ইউপি চেয়ারম্যানদের ইউনিয়ন পরিষদ সর্ম্পকিত অবহিতকরণ কোর্সে অংশ নেয়।

শারদীয় দূর্গা পূজা উপলক্ষে চারুখানবাসীকে বাবু’র শুভেচ্ছা

কোন মন্তব্য নেই

সোমবার, অক্টোবর ১১, ২০২১

 


ঝালকাঠি নলছিটি - আসনের সংসদ সদস্য, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ১৪ দলীয় জোটের মুখপাত্র আলহাজ্ব আমির হোসেন আমু (এমপি) ৮নং গাবখান ধানসিঁড়ি ইউনিয়ন চ্যেয়ারমান মোঃ আবুল কামাল মাসুমের পক্ষ থেকে ৫নং ওয়ার্ডসহ ধানসিঁড়িবাসীকে শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ফয়সাল শিকদার বাবু।

তিনি তার নির্বাচনী হিন্দু অধ্যুষিত এলাকা চারুখানবাসী সহ সকলের সুখ, শান্তি সমৃদ্ধি কামনা করেন। দুর্গাদেবীর আগমনে সকল অপশক্তির বিনাশ হবে এই বসুন্ধরায় এই আশাবাদ ব্যাক্ত করেন। পাশাপাশি বাংলাদেশের সকল সাম্প্রদায়িক শক্তি, প্রতিক্রিয়াশীল গোষ্ঠী তাদের অপকর্ম থেকে সরে এসে দেশের কল্যাণে কাজ করবে বলে মনে করেন।

তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক বিরল দৃষ্টান্ত। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছেন।

শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানালেন ধানসিঁড়ি ইউপি চেয়ারম্যান

কোন মন্তব্য নেই

 


ঝালকাঠি নলছিটি -২ আসনের সংসদ সদস্য, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলীয় জোটের মুখপাত্র আলহাজ্ব আমির হোসেন আমু (এমপির) পক্ষ থেকে ধানসিঁড়ি ইউনিয়নসহ দেশবাসীকে শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগ এর অন্যতম সদস্য ও ৮নং গাবখান ধানসিঁড়ি ইউনিয়ন চ্যেয়ারমান মোঃ আবুল কামাল মাসুম।

তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। শারদীয় দূর্গা পূজা হিন্দু সম্প্রদায়ের মধ্যে নিয়ে আসুক আনন্দ। ধনী, গরিব নির্বিশেষে সবাই যেন আনন্দ সমানভাগে ভাগাভাগি করে এই প্রত্যাশা আমার। কোন বৈষম্য যেন এই উৎসব ম্লান করতে না পারে সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান ধানসিঁড়ি ইউনিয়ন চ্যেয়ারমান

তিনি শুভেচ্ছা বার্তায় আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক বিরল দৃষ্টান্ত। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছে।

তিনি সকলের সুখ, শান্তি সমৃদ্ধি কামনা করেন। দুর্গাদেবীর আগমনে সকল অপশক্তির বিনাশ হবে এই বসুন্ধরায় এই আশাবাদ ব্যাক্ত করেন। পাশাপাশি বাংলাদেশের সকল সাম্প্রদায়িক শক্তি, প্রতিক্রিয়াশীল গোষ্ঠী তাদের অপকর্ম থেকে সরে এসে দেশের কল্যাণে কাজ করবে বলে মনে করেন।

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam