Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

ঝালকাঠিতে ইউএনওর ট্রলারে জেলেদের হামলা

বুধবার, অক্টোবর ২০, ২০২১

/ by DNN24LIVE

 


ঝালকাঠিতে ইলিশ রক্ষা অভিযানে গিয়ে জেলেদের হামলার শিকার হয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার।

ঘটনায় মঙ্গলবার (১৯ অক্টোবর) রাতে সদর থানায় মামলা করেন ইউএনও। এর আগে জেলার সুগন্দা-বিষখালি নদীর মোহনা সংলগ্ন বিষখালি নদীর তীরবর্তী নাপিতেরহাট বাজার এলাকায় হামলার ঘটনা ঘটে।

ইউএনও সাবেকুন নাহার বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে অসাধু জেলেরা সুগন্ধা নদীতে মা ইলিশ শিকার করছে। সংবাদ পেয়ে মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল থেকে অভিযানে গেলে সুগন্ধা নদীতে থাকা জেলেরা দূর থেকেই আমাদের উপস্থিতি বুঝতে পেরে তারা কেউ কেউ নৌকা, আবার কেউ নৌকায় জাল তুলে পলিয়ে যেতে শুরু করে। তাদের ধরতে গেলে বিষখালী নদীর তীরবর্তী নাপিতেরহাট (নাপ্তারহাট) বাজার এলাকায় নৌকা রেখে নদীর কিনারে উঠে যায় তারা। সময় প্রায় ৩৫ থেকে ৪০ জনের একটি দল দেশীয় অস্ত্র বৈঠা, রাম দা, লাঠি, ইট-পাটকেল হাতে নিয়ে আমাদের দিকে ধেয়ে আসে।

তিনি আরও বলেন, বিষয়টি বুঝতে পেরে নদীর তীর থেকে ট্রলারটি সরিয়ে আনলে পেছন থেকে তারা আমাদের ট্রলারকে লক্ষ্য করে ইট-পাটকেল, বৈঠা, লাটি ছুড়তে শুরু করে। সময় জেলেদের ছোড়া একটি লাঠি ট্রলারচালক কবিরের শরীরে পড়লে আহত হয়। পরে আমাদের আত্মরক্ষার জন্য আনসার সদস্যরা ফাকা গুলি করে।

এদিকে আমিসহ জন আনসার সদস্য, আমার অফিসের সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরসহ অভিযানে থাকা সবাইকে নিয়ে ঝালকাঠি চলে আসি। একই সঙ্গে ট্রলারচালক কবিরের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে সদর থানায় একটি মামলা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, মা ইলিশ নিধন বিরোধী অভিযানে ইউএনওর নেতৃত্বে অভিযানিক টিমকে লক্ষ্য করে হামলার ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam