ঝালকাঠি
বিসিক মেলায় মৃত্যুঞ্জয় নামে এক যুবককে
হত্যার চেষ্টার ঘটনা ঘটেছে।
গতকাল
রবিবার রাত ৮ টার
দিকে চলমান বিসিক উদ্যোক্তা
মেলায় মৃত্যুঞ্জয় আচার্য্য নামে এক মটর
সাইকেল চালকের পেটে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা।
মৃত্যুঞ্জয়
ঝালকাঠি শহরের পূর্বচাঁকাঠি এলকার বাসিন্দা।
বর্তমানে মৃত্যুঞ্জয়
বরিশাল শেবাচিমে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
সন্ধ্যার
মৃত্যুঞ্জয আচার্য্য স্ত্রী এবং মেয়েকে নিয়ে
মেলায় ঘুরতে গেলে মেলার ভিড়ের
মধ্যে তার পেটে ছুরি
ঢুকিয়ে দিলে সে মাটিতে
পরে যায় । স্থানীয়রা
তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর
হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি
দেখে ডাক্তার তাকে
বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরন
করে।