Responsive Ad Slot

Weather - Tutiempo.net
Social justice লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Social justice লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

গুয়াটন পোস্ট মাস্টার কাছ থেকে ১১৫ পিচ জাল রেভিনিউ স্টাম্প উদ্ধার

কোন মন্তব্য নেই

মঙ্গলবার, জানুয়ারী ১০, ২০২৩


খাইরুল ইসলাম, ঝালকাঠি: সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের গুয়াটন ডাকঘরের পোষ্ট মাষ্টার বেলায়েত হোসেনের কাছ ১১৫ খানা জাল সরকারী রেভিনিউ ষ্টাম্প জব্দ করা হয়েছে

ডাক বিভাগের পরিদর্শক মোঃ রিয়াজ হাওলাদার মঙ্গলবার দুপুর ১২টায় গুয়াটন শাখা ডাকঘরের অস্থায়ী কার্যালয়ে নিয়মিত পরিদর্শন কালে জাল রেভিনিউ ষ্টাম্প জব্দ করে বিষয়ে বেলায়েত হোসেনকে তাৎক্ষনিক জিজ্ঞাসাবাদে জব্দকৃত জাল রেভিনিউ ষ্টাম্প নিজের কাছে রাখা দীর্ঘ দিন ধরে জাল রেভিনিউ ষ্টাম্পের ব্যবসার কথা স্বীকার করে

নতুন বছরের শুরুতে ঝালকাঠি  ডাক বিভাগের বিভাগীয় পরিদর্শক শেখেরহাট ইউনিয়নের গুয়াটন শাখা ডাকঘর পরিদর্শনে গেলে বরাদ্দকৃত সরকারী রেভিনিউ ষ্টাম্পের চেয়ে বেশী টাকার হিসাব দেখালে বিষয়টি ধরা পরে এসময় স্থানীয় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে  তল্লাশীকালে কাগজপত্রের নীচের একটি ফাইলের মধ্য থেকে ১১৫ খানা জাল সরকারী রেভিনিউ ষ্টাম্প পাওয়া যায় এনিয়ে জিজ্ঞাসাবাদের পর শাখা পোষ্ট মাষ্টার বেলায়েত হোসেন লিখিত ভাবে স্বাকারোক্তি প্রদান করে কৌশলে পালিয়ে যান আত্মগোপনে থেকে পোষ্ট মাষ্টার বেলায়েত হোসেন মোবাইল ফোনে কর্মকর্তাকে বিষয়টি মিটমাটের জন্য অনুরোধ করেন

বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে ঝালকাঠি থানায় গুয়াটন শাখা পোষ্ট মাষ্টার বেলায়েত হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানান পরিদর্শক মোঃ রিয়াজ হাওলাদার

শেবাচিমের মালামাল নিয়ে পালানোর সময় দুই নারী আটক

কোন মন্তব্য নেই

বুধবার, জুন ০৮, ২০২২

বরিশাল: বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের এক ওয়ার্ড থেকে মালামাল চুরি করে পালানোর সময় দুই নারীকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে তাদের আটক করেছেন হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরা।

আটক দুই নারী হলেন- বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়নের খ্রিস্টান কলোনির মিঠু বাড়ৈর স্ত্রী হেপি বাড়ৈ (৩৫) এবং একই এলাকার লিয়ন বাড়ৈর স্ত্রী রাইসা বাড়ৈ (৩২)। চুরির ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে এক নার্সকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এছাড়াও ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে বলে হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম জানিয়েছেন।

বরখাস্ত হওয়া নার্স হচ্ছেন- সীমা বাড়ৈ। তিনি হাসপাতালের পুরুষ সার্জারী ওয়ার্ডের ইনচার্জ।

পরিচালক সাইফুল ইসলাম জানান, দুই নারী হাসপাতালের মালামাল নিয়ে পালানোর সময় নিরাপত্তারক্ষী আনসার সদস্যরা আটক করেছেন। তাদের কাছ থেকে হাসপাতালের ৫টি কম্বল, ৫টি টিস্যু বক্স, ৫ টি এ্যাপ্রোন ও এক বান্ডিল প্লাস্টার কাপড় উদ্ধার করা হয়েছে। আটক নারীরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন- হাসপাতালের নার্স সীমা বাড়ৈ তাদের ওই মালামাল দিয়েছেন। তবে নার্স সীমা বাড়ৈ বিষয়টি অস্বীকার করেছেন। তাই ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত নার্স সীমা বাড়ৈকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

হিজাবের দাবিতে কর্ণাটকে বিক্ষোভ, ২৩ শিক্ষার্থী বহিস্কার

কোন মন্তব্য নেই

মঙ্গলবার, জুন ০৭, ২০২২

হিজাব পরার দাবি জানানোয় শাস্তি পেলেন কর্ণাটকের ২৩ কলেজ শিক্ষার্থী। গণমাধ্যমের তথ্যে বলা হয়েছে, উপ্পিনগাদি সরকারি ফার্স্ট গ্রেড কলেজের ছাত্রীরা গত সপ্তাহে শ্রেণিকক্ষে হিজাব পরার অনুমতির দাবিতে বিক্ষোভ করায় তাদেরকে সাময়িক বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ। 

মঙ্গলবার (৭ জুন) বার্তা সংস্থা পিটিআই’কে পুত্তুর বিজেপি বিধায়ক এবং কলেজ উন্নয়ন কমিটির (সিডিসি) চেয়ারম্যান সঞ্জীব মাতান্দুর বলেছেন, শিক্ষার্থীরা বিক্ষোভ করায় গত সোমবার (৬জুন) তাদেরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। 

বলা হচ্ছে, কর্ণাটক হাইকোর্টের রায়ে শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করা সত্ত্বে ওই ছাত্রীরা এ নিয়ে বিক্ষোভ করেছে। এ জন্য তাদের সাজা দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

হিজাবের পক্ষে অনেকদিন ধরেই আন্দোলন করে আসছেন কর্ণাটকের মুসলিম শিক্ষার্থীরা। এরপরও গত ১৫ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধের পক্ষে রায় দেয় কর্ণাটক হাইকোর্ট। 

রায়ে হাইকোর্টের তিন বিচারপতি বলেছিলেন, ইসলাম ধর্মে হিজাব পরা বাধ্যতামূলক নয়। এ কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে এটি পরা নিষিদ্ধ করার অধিকার রয়েছে স্থানীয় সরকারের। 

এর আগে, গত ১ জানুয়ারি কর্ণাটকের উদুপিতে একটি কলেজে কয়েকজন হিজাব পরা শিক্ষার্থীকে ক্লাসে বসতে বাধা দেওয়ার ঘটনা ঘটে। কলেজ উন্নয়ন সমিতির সভাপতি বিজেপি বিধায়ক রঘুপতি ভাট স্পষ্ট জানিয়ে দেন, হিজাব পরা শিক্ষার্থীরা ক্লাসে ঢুকতে পারবেন না। 

রাজ্যজুড়ে সেই বিতর্ক দ্রুত ছড়িয়ে পড়ে। হিজাবের পাল্টা হিসেবে গেরুয়া উত্তরীয় পরে আন্দোলন শুরু করে একাধিক হিন্দুত্ববাদী সংগঠন। কয়েক জায়গায় হিজাবের পক্ষে-বিপক্ষে আন্দোলনকারীরা মুখোমুখি হয়। পুলিশের সঙ্গেও একাধিক সংঘর্ষের ঘটনা ঘটে। কয়েকটি জেলায় ১৪৪ ধারা জারি করা হয়। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় রাজ্যের সব স্কুল-কলেজ।

গত ২৬ জানুয়ারি কর্ণাটক সরকার এ বিষয়ে একটি বিশেষ কমিটি গঠন করে। ঘোষণা করা হয়, কমিটি নির্দিষ্ট সুপারিশ করার আগ পর্যন্ত ছাত্রীরা কেবল ইউনিফর্ম পরেই শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারবে। হিজাব বা গেরুয়া উত্তরীয় কিছুই পরার অনুমতি নেই।

রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে উদুপির কয়েকজন ছাত্রী কর্ণাটক হাইকোর্টে রিট করেন। তারা আদালতে দাবি করেন, হিজাব পরা তাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে। কোনোভাবেই তা বাতিল করা যাবে না। 

তবে ১০ ফেব্রুয়ারি কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি রিতুরাজ অবস্তি, বিচারপতি কেএস দীক্ষিত এবং বিচারপতি জেএম খাজি অন্তর্বর্তী রায়ে বলেন, যতদিন না রায় ঘোষণা হচ্ছে, কর্ণাটকে স্কুল-কলেজ খুলতে পারে। কিন্তু কোনো শিক্ষার্থী ধর্মীয় প্রতীকসম্বলিত কোনো পোশাক পরে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারবে না।

এই মামলায় শুরু থেকে শেষ পর্যন্ত কর্ণাটক সরকার বলে এসেছে, হিজাব পরা ইসলামের বাধ্যতামূলক অনুশীলনের মধ্যে পড়ে না। ১৫ মার্চ হাইকোর্টের রায়েও তাই বলা হয়েছে। এরপরও শ্রেণিকক্ষে হিজাব পরা বা এর দাবি জানানোর জেরে রাজ্যটিতে বিভিন্ন সময়ে বেশ কিছু ছাত্রীকে শাস্তি দেওয়ার খবর পাওয়া গেছে। 

ঢাকা কলেজ এলাকায় ককটেল বিস্ফোরণ

কোন মন্তব্য নেই

বুধবার, এপ্রিল ২০, ২০২২

ঢাকা কলেজ এলাকায় আজ বুধবার বিকেল পাঁচটার দিকে ককটেল বিস্ফোরিত হয়েছে। দুই দিন স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে ছাত্রদের সংঘর্ষের পর আজ নিউমার্কেটের দোকান খুলতে শুরু করে। এর ঘণ্টা দুয়েক পরই এ বিস্ফোরণের ঘটনা ঘটল।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিউমার্কেট জোনের সহকারী কমিশনার শরিফ মোহাম্মদ ফারুকুজ্জামান বিকেলে প্রথম আলোকে বলেন, ‘আমরা খবর পেয়েছি ঢাকা কলেজের ভেতরে ছয়টি ককটেল বিস্ফোরিত হয়েছে। এ সংবাদ পাওয়ার পর আমরা সেখানে যাচ্ছি। যান চলাচল স্বাভাবিক আছে।’

শরিফ মোহাম্মদ ফারুকুজ্জামান বলেন, এ ঘটনা কারা ঘটিয়েছে সে বিষয়ে তাঁরা নিশ্চিত নন।

সোমবার মধ্যরাতে নিউমার্কেটের দোকানমালিক ও কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষ হয়। এর জেরে গতকাল মঙ্গলবার দিনভর ওই এলাকায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে এক পথচারী নিহত হন। আহত হন আরও অনেকে। গতকাল রাত সাড়ে ১০টার দিকে দুই পক্ষ সড়ক ছেড়ে যাওয়ার পর ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।

এ পরিস্থিতিতে নিউমার্কেট দোকানসমিতি আজ সকালে জানিয়েছিল, দোকান খোলা হবে না। পরে পরিস্থিতি বিবেচনায় দোকান খোলার সিদ্ধান্ত জানায় মালিক সমিতি। এরপর বিকেলে অনেক দোকান খুলতে দেখা যায়। এরপরই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটল।

ছাত্রলীগের দুই নারী নেত্রীসহ ৫ জনের বিরুদ্ধে পরোয়ানা

কোন মন্তব্য নেই

মঙ্গলবার, ডিসেম্বর ১৪, ২০২১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফাল্গুনী দাস তন্বীকে মারধরের ঘটনায় একই সংগঠনের পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিক এ পরোয়ানা জারি করেন।

আসামিরা হলেন- কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেনজীর হোসেন নিশি, বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াসমিন শান্তা, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা শাহ জালাল, মো. এনামুল ও শেখ তানসেন।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বাদী পক্ষের আইনজীবী আব্দুল্লাহ আল জাহিদ ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, এ মামলায় পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় তদন্ত সংস্থা পিবিআই আদালতে প্রতিবেদন দাখিল করেছে। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য আবেদন করা হয়। শুনানি শেষে সোমবার (১৩ ডিসেম্বর) আদালত আবেদন মঞ্জুর করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এর আগে চলতি বছরের ২৪ জানুয়ারি মারধরের অভিযোগ এনে ফাল্গুনী দাস আদালতে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে মামলা করেন।

সুত্র: জাগোনিউজ

মুরাদের বিরুদ্ধে এবার মামলা করবে বিএনপি

কোন মন্তব্য নেই

রবিবার, ডিসেম্বর ১২, ২০২১

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাতনি ব্যারিস্টার জায়মা রহমানকে নিয়ে কটূক্তির করায় সদ্য বিদায়ী তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে বিএনপি।

বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্তে রোববার (১২ ডিসেম্বর) ঢাকা বিশেষ ট্রাইব্যুনালে এ মামলা করবেন দলের জাতীয়তাবাদী ঘরানার আইনজীবীরা।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান শনিবার (১১ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেন।

শায়রুল কবির বলেন, বিএনপির আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারের নেতৃত্বে জাতীয়তাবাদী ফোরামের আইনজীবীরা আগামীকাল সকালে ঢাকার বিশেষ ট্রাইব্যুনালে মামলা করার উদ্দেশে যাবেন। তিনি বলেন, মুরাদ হাসানের কুরুচিপূর্ণ অশ্লীল ভাষায় নারী বিদ্বেষমূলক বক্তব্যের কারণে বিচার চেয়ে এ মামলা করা হবে।

এছাড়া রংপুর বিভাগ বাদে অন্যান্য বিভাগের বিশেষ ট্রাইব্যুনালেও এ সংক্রান্ত মামলা করা হবে বলে জানান শায়রুল কবির খান।

প্রসঙ্গত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জায়মা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য ও চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে ফোনালাপ ফাঁস হওয়ার পর প্রধানমন্ত্রীর নির্দেশে তথ্য প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ডা. মুরাদ হাসান। একইসঙ্গে জামালপুরের স্থানীয় আওয়ামী লীগের পদও হারান মুরাদ। এরপর বৃহস্পতিবার রাত ১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের ফ্লাইটে দুবাই হয়ে কানাডার উদ্দেশে রওয়ানা দেন তিনি। যদিও কানাডায় ডা. মুরাদ হাসানকে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে বেশকিছু সূত্রে জানা গেছে।

সুত্র: আরটিভি

 

শুধু মুরাদই অপরাধী?

কোন মন্তব্য নেই

মঙ্গলবার, ডিসেম্বর ০৭, ২০২১

নারীর প্রতি অবমাননা, কটূক্তি, অশালীন মন্তব্য ইত্যাদি কারণে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী যে নারী স্বাধীনতায় বিশ্বাস করে এবং কুৎসিত নোংরা রাজনীতিকে লালন করেন না, এই পদত্যাগের মধ্য দিয়ে সেটিই প্রমাণিত হয়েছে। মুরাদের অশালীন কাণ্ড কখনোই সমর্থন যোগ্য নয়। এরকম অশালীন, দায়িত্বজ্ঞানহীন মন্তব্য কোনো রাজনৈতিক নেতার করা উচিত না। মুরাদ যে কথাগুলো বলেছে, সে কথাগুলো গর্হিত, নীতিবিবর্জিত এবং অরুচিকর। কিন্তু আমরা দেখি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সুইডেন থেকে তারেক জিয়ার পৃষ্ঠপোষকতায় যেভাবে আওয়ামী লীগ সভাপতি, বঙ্গবন্ধু পরিবার এবং অন্যান্যদের সম্বন্ধে অরুচিকর, কুৎসিত, নোংরা মন্তব্য করা হয়।

আমরা দেখলাম মুরাদের বক্তব্যের পর ৪০ জন নারীবাদী নেতা মুরাদের বক্তব্যের সমালোচনা করলেন। সুশীল সমাজ মুরাদের বক্তব্যের তীব্র নিন্দা জানালেন এবং আপত্তিকর বক্তব্যকে তারা অমার্জনীয় অপরাধ হিসেবে গণ্য করলেন। তাদের এ পদক্ষেপকে আমরা স্বাগত জানাই। আমরা মনে করি যে সুশীল সমাজ সবসময় এ ধরণের সংকটে, এ ধরণের পরিস্থিতিতে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। পথ দেখাবেন। কিন্তু আমরা বিভিন্ন সময়ে দেখেছি, বিএনপির একাধিক নেতা একাধিকবার নারীদের প্রতি অসম্মান দেখিয়েছেন। আপত্তিকর মন্তব্য করেছেন। কুৎসিতভাবে বিরোধী নারী নেত্রীদেরকে উদ্দেশ্য করে জঘন্য ভাষায় গর্হিত, নীতিবিবর্জিত এবং অরুচিকর মন্তব্য করেছেন। বিশেষ করে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল অথবা কথিত নতুন প্রজন্মের নেতা ইশরাক হোসেন কিংবা লন্ডন বিএনপির সভাপতি এম এ মালিকদের নোংরা মন্তব্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনো ঘুরপাক খাচ্ছে। কুৎসিত, নোংরা মন্তব্য করতে বিএনপির নারী নেত্রীদেরও জুড়ি নেই। সাবেক বিএনপি সাংসদ আসিফা আশরাফী পাপিয়া, রেহানা আক্তার রানু, শাম্মী আখতার, সাংসদ রুমিন ফারহানা সংসদে দাঁড়িয়ে শিষ্টাচার বর্জিত যেসব কুৎসিত মন্তব্য করেছেন, তা কোনো সভ্য মানুষের শুনতে ও বলতে রুচিতে বাজবে। শুধুমাত্র তাদের রাজনীতি করে না বলে বিরোধী রাজনৈতিকদের প্রতি এমন সব ভাষা ব্যাবহার করেছেন, তা কোনো ভদ্রলোকের সন্তানের হাত দিয়ে লেখাও সম্ভব না। বিএনপি নেতাদের এসব উদ্ধত্বপূর্ণ আচরণ নিয়ে একটি বিবৃতিও দেয়নি সুশীল সমাজ কিংবা নারীবাদী নেতারা। পাশাপাশি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা কিংবা সুইডেন থেকে কুৎসিত, নোংরা, আপত্তিকর কথা বলে, তখন সুশীল সমাজ কোথায় থাকেন?

আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলেই দেখি প্রধানমন্ত্রী সম্পর্কে নানা আপত্তিকর মন্তব্য, বঙ্গবন্ধু পরিবার সম্পর্কে কুৎসিত, নোংরা মন্তব্য করা হচ্ছে। এই সমস্ত ব্যাপারে আমাদের সুশীল সমাজ নীরব কেন? তাহলে কি সুশীল সমাজের কোনো পক্ষ আছে? আমরা খুশি হবো নারীবাদীরা যেভাবে মুরাদের ব্যাপারে প্রতিক্রিয়া দেখিয়েছেন, ঠিক একইভাবে এই সমস্ত গর্হিত, নীতিবিবর্জিত এবং অরুচিকর মন্তব্যগুলোর ব্যাপারেও তারা সোচ্চার হবেন এবং এগুলোকে বয়কট করবেন। এ ধরণের কুৎসিত মন্তব্য কোনো রাজনৈতিক দলের ভাষা না। 

আমরা জানি, তারেক জিয়ার পৃষ্ঠপোষকতায় এই সমস্ত নোংরা অপপ্রচারগুলো হচ্ছে। এমনকি মুরাদের এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং বিভিন্ন জায়গায় যেসমস্ত বক্তব্য প্রচার করা হয়েছে, সে সমস্ত বক্তব্যগুলো কতটুকু গ্রহণযোগ্য? এসব বক্তব্যেও নারীদের যে অবমাননা করা হচ্ছে, তার প্রতিকার কে করবে? তাহলে কি শুধুমাত্র আওয়ামী লীগের কোনো নেতা কর্মী যখন নারীর প্রতি অসম্মান জনক বক্তব্য রাখলে সেটিই অপরাধ আর বিএনপির কেউ যদি নোংরা, আপত্তিকর বক্তব্য রাখে সেটি অপরাধ নয়? 

সৌজন্যে: বাংলাইনসাইডার


মুরাদের পদত্যাগপত্রে ভুল, হার্ডকপি চাচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ

কোন মন্তব্য নেই

সচিবালয়ে ই-মেইলে পাঠানো পদত্যাগপত্রে ভুল করেছেন ডা. মুরাদ হাসান। এমন পরিস্থিতিতে ই-মেইলে নয়, পদত্যাগপত্রের হার্ড কপি চাচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মুরাদের পাঠানো পদত্যাগপত্রটি ঘেটে দেখা যায়- তিনি পদত্যাগপত্রে উল্লেখিত তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী পদে যোগদানের তারিখে ভুল করেছেন। প্রথম লাইনে যোগদানের তারিখ উল্লেখ রয়েছে ‘ ১৯ মে ২০২১’। প্রকৃতপক্ষে তিনি ২০১৯ সালের ১৯ মে তথ্য মন্ত্রণালয়ে যোগ দেন, ২০২১ সালে নয়।

নায়িকা মাহিয়া মাহির সঙ্গে অশ্লীল ও যৌন হয়রানিমূলক কথোপকথনের কল রেকর্ড, বিকৃত, বর্ণবাদী ও বিশ্ববিদ্যালয়ের নারী নেত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে সম্প্রতি তোপের মুখে পড়েন ডা. মো. মুরাদ হাসান। পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যিনি আজ মঙ্গলবার (০৭ ডিসেম্বর) দুপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ থেকে নিজেকে সরিয়ে নিতে সচিবালয়ের সংশ্লিষ্ট দপ্তরের ই-মেইলে পদত্যাগপত্র জমা দেন। ওই পদত্যাগপত্রটি আরটিভি নিউজের হাতেই রয়েছে।

ওই পদত্যাগপত্রে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সশ্রদ্ধ সালাম জানান। পদত্যাগপত্র গ্রহণ করতে অনুরোধও জানান তিনি। তথ্য প্রতিমন্ত্রী বর্তমানে চট্টগ্রামে আছেন বলে তার দপ্তরের এক কর্মকর্তা জানান। তিনি আজ দপ্তরে আসেননি।

ঝালকাঠি বিসিক মেলায় যুবককে হত্যার চেষ্টা

কোন মন্তব্য নেই

সোমবার, নভেম্বর ২৯, ২০২১

ঝালকাঠি বিসিক মেলায় মৃত্যুঞ্জয় নামে এক যুবককে হত্যার চেষ্টার ঘটনা ঘটেছে।

গতকাল র‌বিবার রাত ৮ টার দি‌কে চলমান বি‌সিক উ‌দ্যোক্তা মেলায় মৃত্যুঞ্জয় আচার্য্য নামে এক মটর সাইকেল চালকের পেটে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা।

মৃত্যুঞ্জয় ঝালকাঠি শহরের পূর্বচাঁকাঠি এলকার বাসিন্দা।

বর্তমানে মৃত্যুঞ্জয় বরিশাল শেবাচিমে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

সন্ধ্যার মৃত্যুঞ্জয আচার্য্য স্ত্রী এবং মেয়েকে নিয়ে মেলায় ঘুরতে গেলে মেলার ভিড়ের মধ্যে তার পেটে ছুরি ঢুকিয়ে দিলে সে মাটিতে পরে যায় । স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি দে‌খে ডাক্তার তাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরন করে।

গত ২২ দিনে বরিশালে ৮৯৯ জেলের দণ্ড জব্দ ১৩ লাখ টাকার জাল

কোন মন্তব্য নেই

মঙ্গলবার, অক্টোবর ২৬, ২০২১

বরিশালে ইলিশ রক্ষার লক্ষে গত অক্টোবর থেকে শুরু হওয়া অভিযান শেষ হয়েছে ২৫ অক্টোবর মধ্যরাতে। টানা ২২ দিনের অভিযানে বরিশাল বিভাগেআইনশৃঙ্খলা বাহিনী জেলেদের মধ্যে দুইএকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সকল অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে। ফলেদেশেইলিশেরউৎপাদন বাড়বে বলেআশাবাদি বরিশাল মৎস্য বিভাগ।

বরিশাল মৎস্য ভবন সূত্রে জানা গেছে, গত ২২ দিনে বিভাগে মোট অভিযান পরিচালিত হয় হাজার ৬৫১ টি। এর অনুকূলে মোবাইল কোর্টে ৮৯৯ জনের কারাদণ্ড হয়েছে। জব্দ করা হয়েছে ১২ লাখ ৯২ হাজার দশমিক ৬৪৯ টাকার কারেন্ট জাল এবং দশমিক ৩৭৯ টন ইলিশ।

অভিযানে উপকূলীয় এলাকার তুলনায় বরিশাল নদী অঞ্চলে এবার বেশি জেলের কারাদণ্ড হয়েছে। গত ২২ দিনে ৬৮০ জনের কারাদণ্ড হয়েছে।

সূত্র আরও জানা যায়, বিভাগে ২২ দিনে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা কালে ৫২৮টি অবতরণ কেন্দ্র, হাজার ৯১০টি মাছঘাট, হাজার ২৯৫টি আড়ত, হাজার ১৮৫টি বাজার পরিদর্শন করা হয়। মামলা হয়েছে ৭৮১ টি। জরিমানা করা হয়েছে ২২ দশমিক ৯১৩ লাখ টাকা। নিলামকৃত আয় হয়েছে দশমিক দশমিক ১১৯৬ লাখ টাকা।

এদিকে, সরকারি নির্দেশনা অনুযায়ী ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় বিনিময় নিষিদ্ধ ছিল। নির্দেশনা অমান্য করায় নেওয়া হয়েছে আইনি ব্যবস্থা। নিষেধাজ্ঞার সময়কে ঘিরে বিভাগের জেলার জেলে পরিবারের জন্য হাজার ৯৪২ দশমিক ৪৮ মেট্রিক টন ভিজিএফের চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ফলে প্রতি পরিবার ২০ কেজি করে চাল পায়।

মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগের উপ-পরিচালক আনিছুর রহমান তালুকদার জানান, সফলভাবে এবারের মা ইলিশ রক্ষা অভিযান শেষ হচ্ছে সোমবার রাত ১২টায়। আশা করা হচ্ছে এরপর জেলেরা নদীতে গেলে আশানুরূপ ইলিশ পাবেন।

উল্লেখ্য, গত বছর ১৪ অক্টোবর থেকে নভেম্বর ইলিশ ধরার নিষিদ্ধ সময়ে প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করেছে হাজার ২৬টি, অভিযান পরিচালনা করেছে হাজার ৫০৫টি, আইন না মানায় মামলা করা হয় হাজার ২৪৯টি, কারাগারে পাঠানো হয়েছে হাজার ১৩৩ জনকে এবং জরিমানা করা হয় ২০ লাখ ৮২ হাজার টাকা।

নয়া পল্টনে বিএনপি-পুলিশ সংঘর্ষ

কোন মন্তব্য নেই

নয়া পল্টনে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সহিংসতা চলছে। এ সংঘর্ষের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

বিস্তারিত আপডেট চলছে...

পিরোজপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে স্বামী

কোন মন্তব্য নেই

শুক্রবার, অক্টোবর ২২, ২০২১

এনজিও ঋণ পরিশোধ পারিবারিক বিরোধের জেড়ে পিরোজপুর সদর উপজেলায় স্ত্রী তাহমিনা বেগমকে কুপিয়ে হত্যা করেছে স্বামী সত্তার শেখ। নিহত তাহমিনা বেগম (৪৫) এর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার রাতে পিরোজপুর সদর উপজেলার শিকদারমল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত ঘাতক স্বামী সত্তার শেখ কে আটক করেছে পুলিশ বলে জানান পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান।

আটক সত্তার শেখ (৫০) পিরোজপুর সদর উপজেলার শিকদারমল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের মৃত জোনাব আলী শেখের পুত্র।

নিহত তহমিনার ছেলে রবিউল ইসলাম জানান, তার বাবা তার মায়ের নামে স্থানীয় বিভিন্ন এনজিও ব্যক্তিদের কাছ থেকে প্রায় থেকে লক্ষ টাকা সুদে ঋণ নিয়ে ছিলো। এই ঋণ পরিশোধ নিয়ে বিভিন্ন সময় পারিবারিক সমস্যা হতে ছিলে এবং বিভিন্ন সময় তারা বাবা সত্তার তার মা তাহমিনাকে মারধর করতো। বৃহস্পতিবার তাদের একটি অটোরিক্সা তার বাবা বিক্রিয় করার জন্য নিয়ে গেলে তা বিক্রয় না করতে দিয়ে পরিবারের অন্যরা ফিরিয়ে নিয়ে আসে। ঘটনায় তার বাবা সত্তার তার মাকে সন্ধ্যা থেকেই নানা হুমকি দিয়ে আসছিলো বলে রাতে তার মা তহমিনা তাদের জানান। রাত ১২ টা পর্যন্ত তার মায়ের সাথে কথা বলে তিনি পাশেরই তার অন্য ঘরে ঘুমাতে যায়। পরে সকালে তার বোন সনিয়া ঘরে গিয়ে তার মাকে ডাকলে সে কোন সাড়াশব্দ না করেল দেখে ঘরের সামনে থেকে তালা মারা। পরে স্থানীয় লোকজন পরিবারের সদস্যরা ঘরের তালা ঘুলে দেখতে পায় তার মায়ের রক্তাক্ত দেহ খাটের উপর পরে আছে। পরে স্থানীয় লোকজন পুলিশ কে খবর দেয়।

শিকদারমল্লিক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান চাঁন জানান, এনজিও ঋণ পরিশোদের কিস্তি দেয়া নিয়ে বিভিন্ন সময় তাদের পরিবারের নানা ঝগড়া হতো। মুলত ঋণের টাকা পরিশোধের সমস্যা নিয়েই হত্যা কান্ড ঘটতে পারে।

পিরোজপুর সদর থানার ওসি মো. মাসুদুজ্জামান জানান, ঘটনার পরপরই কৌশলে ঘাতক স্বামী সত্তার শেখেকে আটক করেছে পুলিশ। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো ব্যবস্থা চললে এবং ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।

ঝালকাঠিতে অবৈধভাবে টিসিবির পণ্য বিক্রির দায়ে ডিলারে’র কারাদণ্ড

কোন মন্তব্য নেই

সোমবার, অক্টোবর ১৮, ২০২১

 


সরকারের বরাদ্দ টিসিবির নিত্য পণ্য নির্ধারিত মূল্যে না দিয়ে কালো বাজারে বিক্রির অভিযোগে ঝালকাঠির ডিলার কবির আহম্মদকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

অভিযোগের ভিত্তিতে সোমবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ঝালকাঠির সিফাত এন্টারপ্রাইজের ডিলার কবির আহম্মদকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এনডিসি আহমেদ হাসান।

এসময় ডিলার কবিরের চাঁদকাঠির বাসভবন, পালবাড়ি দোকান ও শহরের এক বিক্রেতার দোকান থেকে কবিরের বিক্রি করা টিসিবির ১ বস্তা চিনি, ৪ বস্তা ডাল ও ২০ লিটার তৈলসহ বেশ কিছু মালামাল উদ্ধার করে ভ্রামমান আদালত।

দুর্নীতি মামলায় ৮ বছরের কারাদণ্ড বাবরের

কোন মন্তব্য নেই

মঙ্গলবার, অক্টোবর ১২, ২০২১

 

অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের ৮ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (১২ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক শহিদুল ইসলামের আদালতে এ রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার আগে বাবরকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর তাকে আবারও কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

২০০৭ সালের ২৮ মে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে আটক হওয়া বাবরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলাটি ২০০৮ সালের ১৩ জানুয়ারি রমনা থানায় দায়ের করা হয়। মামলাটি করেন সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক মির্জা জাহিদুল আলম।

তদন্ত শেষে ওই বছরের ১৬ জুলাই দুদকের উপ-সহকারী পরিচালক রূপক কুমার সাহা আদালতে চার্জশিট দাখিল করেন।

চার্জশিটে বাবরের বিরুদ্ধে ৭ কোটি ৫ লাখ ৯১ হাজার ৮৯৬ টাকার অবৈধ সম্পদ রাখার অভিযোগ করা হয়েছে। তিনি দুদকে ৬ কোটি ৭৭ লাখ ৩১ হাজার ৩১২ টাকার সম্পদের হিসাব দাখিল করেছিলেন। তার অবৈধ সম্পদের মধ্যে প্রাইম ব্যাংক এবং এইচএসবিসি ব্যাংকে দুইটি এফডিআর-এ ৬ কোটি ৭৯ লাখ ৪৯ হাজার ২১৮ টাকা এবং বাড়ি নির্মাণ বাবদ ২৬ লাখ ৪২ হাজার ৬৭৮ টাকা গোপনের কথা উল্লেখ করা হয়। একই বছরের ১২ আগস্ট আসামির বিরুদ্ধে চার্জগঠন করেন আদালত।

গৌরনদীতে ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

কোন মন্তব্য নেই

রবিবার, অক্টোবর ১০, ২০২১

বরিশালের গৌরনদী পৌরসভার টরকী বন্দরের রায়পট্রি এলাকায় পুলিশ অভিযান চালিয়ে কেজি ১০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। ঘটনায় পুলিশ বাদি হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, রোববার সকাল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে টরকী বন্দরের রায়পট্রি এলাকায় অভিযান চালায়। সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক পাইকারি মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। অপর মাদক ব্যবসায়ী আরমান সরদার, মেরীনা বেগম খোকন বেপারীকে গাঁজাসহ গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত আরমান সরদার পৌরসভার সুন্দরদী (নবীনগর) মহল্লার কবির সরদারের পুত্র। মেরীনা বেগম পার্শ্ববর্তী কালকিনি উপজেলার জাজিরা গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী এবং খোকন বেপারী পৌর এলাকার বড় কসবা মহল্লার লিয়াকত বেপারীর পুত্র।

ঘটনায় থানার উপ-পরিদর্শক খায়রুল আলম বাদি হয়ে মাদক দ্রব্য আইনে জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। পুলিশ রোববার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছে।

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam