Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের ওরিয়েন্টশন কর্মশালা

মঙ্গলবার, ডিসেম্বর ০৭, ২০২১

/ by DNN24LIVE

ঝালকাঠিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন- ২০২১ উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৭ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টায় ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে সিভিল সার্জন রতন কুমার ঢালী’র সভাপতিত্বে কর্মশালা পরিচালনা করেন ডা: হাফিজুর রহমান। এ সময় বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা আহসান কবীর, বিটিভি জেলা প্রতিনিধি হেমায়েত উদ্দিন হিমু,ঝালকাঠি বার্তার বার্তা সম্পাদক চিত্ত রঞ্জন সরকার, যমুনা টিভির জেলা প্রতিনিধি দুলাল সাহা, একুশে টিভি জেলা প্রতিনিধি মো: আজমীর হোসেন তালুকদার প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বৈশাখী টিভির জেলা প্রতিনিধি শফিউল আজম টুটুল , জনকন্ঠের প্রতিনিধি মানিক রায়, দৈনিক অর্থনীতির জেলা প্রতিনিধি এমদাদুল হক স্বপন, দৈনিক পরিবর্তন ও স্বাধীন বাংলার জেলা প্রতিনিধি প্রভাষক রিয়াজুল ইসলাম বাচ্চু, ডিবিসি জেলা প্রতিনিধি মো: আল আমিন তালুকদার, মোহনা টিভির জেলা প্রতিনিধি মোঃ রুহুল আমিন রুবেল , নিউজ ২৪ জেলা প্রতিনিধি এসএম রেজাউল করিম, বিজয় টিভির জেলা প্রতিনিধি মো: মাসুম খান, সাংবাদিক মো: মোতালেব হোসেন, এসএম রাজ্জাক পিন্টু, মো: দেলোয়ার হোসেন, বাবুল মিনা, বশির আহমেদ, নাইম হোসেন প্রমুখ।

সিভিল সার্জন সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, স্বাস্থ্য বিভাগ কাঙ্খিত সেবাদানের জন্য নিরলসভাবে জনগনের মাঝে কাজ করে যাচ্ছে। যার সুফল সাধারণ মানুষ পাচ্ছেন। তিনি ১১-১৪ ডিসেম্বর’২১ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নের জন্যে সাংবাদিকদের প্রচার প্রচারনার মাধ্যমে সহযোগীতা কামনা করেন। তিনি আরো বলেন, ভিটামিন ‘এ’ প্লাস গ্রহনে কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। কারো কারো সামান্য বমি বমিভাব হতে পারে তবে এতে ভয়ের কিছু নেই।”

কর্মশালায় জানানো হয়, ৬ থেকে ১১ মাস শিশুকে নীল রং এর ভিটা- এ ক্যাপ কাঁচি দ্বারা কেটে খাওয়ানো হবে, ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে ১টি লাল রং এর ভিটা -এ ক্যাপ কাঁচি দ্বারা কেটে খাওয়ানো হবে। শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি সুষম খাওয়ানো বিষয়ে পুষ্টি বার্তা প্রচার করা হবে। জেলা পর্যায়ে সদর হাসপাতালে ২ সদস্য বিশিস্ট মেডিকেল টিম গঠন করা হয়েছে। 

উপজেলা পর্যায়ে অনাকাঙ্কিত গঠনার জন্যে জরুরী চিকিৎসা সেবা দেয়ার নিমিত্তে মেডিকেল টিম গঠন করা হয়েছে।এছাড়াও সিভিল সার্জন অফিস ঝালকাঠিতে কন্ট্রোল রুম খোলা হয়েছে, যার টেলিফোন নম্বর ০৪৯৮-৬৩৩৬২। বিশেষ প্রয়োজনে সিভিল সার্জন ডাঃ রতন কুমার ঢালীর সাথে যোগাযোগ করার জন্যে কর্মশালায় অনুরাধ করা হয়।

এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ এ সকল জাতীয় ও রাষ্ট্রীয় কাজে সার্বিক সহায়তা করার আশ্বাস প্রদান করেন এবং জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন- ২০২১ সফলতা কামনা করেন।

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam