Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

ঢাকা কলেজ এলাকায় ককটেল বিস্ফোরণ

বুধবার, এপ্রিল ২০, ২০২২

/ by DNN24LIVE

ঢাকা কলেজ এলাকায় আজ বুধবার বিকেল পাঁচটার দিকে ককটেল বিস্ফোরিত হয়েছে। দুই দিন স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে ছাত্রদের সংঘর্ষের পর আজ নিউমার্কেটের দোকান খুলতে শুরু করে। এর ঘণ্টা দুয়েক পরই এ বিস্ফোরণের ঘটনা ঘটল।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিউমার্কেট জোনের সহকারী কমিশনার শরিফ মোহাম্মদ ফারুকুজ্জামান বিকেলে প্রথম আলোকে বলেন, ‘আমরা খবর পেয়েছি ঢাকা কলেজের ভেতরে ছয়টি ককটেল বিস্ফোরিত হয়েছে। এ সংবাদ পাওয়ার পর আমরা সেখানে যাচ্ছি। যান চলাচল স্বাভাবিক আছে।’

শরিফ মোহাম্মদ ফারুকুজ্জামান বলেন, এ ঘটনা কারা ঘটিয়েছে সে বিষয়ে তাঁরা নিশ্চিত নন।

সোমবার মধ্যরাতে নিউমার্কেটের দোকানমালিক ও কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষ হয়। এর জেরে গতকাল মঙ্গলবার দিনভর ওই এলাকায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে এক পথচারী নিহত হন। আহত হন আরও অনেকে। গতকাল রাত সাড়ে ১০টার দিকে দুই পক্ষ সড়ক ছেড়ে যাওয়ার পর ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।

এ পরিস্থিতিতে নিউমার্কেট দোকানসমিতি আজ সকালে জানিয়েছিল, দোকান খোলা হবে না। পরে পরিস্থিতি বিবেচনায় দোকান খোলার সিদ্ধান্ত জানায় মালিক সমিতি। এরপর বিকেলে অনেক দোকান খুলতে দেখা যায়। এরপরই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটল।

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam